গতবারের মত এবার ও যথেষ্ট ভালো ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না। যথেষ্ট দাপটের সাথে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করার পর কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে লড়াই করতে হয়েছিল হোসে মোলিনার ছেলেদের। সেখানেই অপ্রত্যাশিত পরাজয়ের দরুন ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই হতাশা কাটিয়ে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল সকলে। সেক্ষেত্রে ঐতিহাসিক আইএফএ শিল্ডকে পাখির চোখ করেছিলেন বাগান কোচ। সেই লক্ষ্য পূরণ হয়েছে কিছুদিন আগে।
বাইশ বছর পর শিল্ড এসেছে বাগানের ঘরে। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। মরসুমের প্রথম ট্রফি ঘরে আসায় আনন্দে মশগুল সবুজ-মেরুন জনতা। হাতে মাত্র দুই দিন। তারপরেই শুরু হতে চলেছে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। তথা সুপার কাপ। শিল্ডের পর এই টুর্নামেন্টে ও চূড়ান্ত সাফল্য চাইবেন বাগান কোচ। সেইমতো আজ সুপার কাপের জন্য সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করল মোহনবাগান (Mohun Bagan)। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ, সৈয়দ জাহিদ বুখারী, প্রীয়াংশু দুবে, দীপ্রভাত ঘোষ।
রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে থাকছেন অধিনায়ক শুভাশিস বসু, আশীষ রাই, মেহেতাব সিং, অভিষেক সিং টেকচাম, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, দীপেন্দু বিশ্বাস, লিওন কাস্টানা, রোশন সিং, উমর মুথার কেপি।
মাঝমাঠের দায়িত্বে থাকছেন যথাক্রমে অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ,দীপক টাংড়ি, গ্লেন মার্টিন্স, থুমসুল টোংসিং। ফরোয়ার্ডে থাকছেন লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহো, মনবীর সিং, কিয়ান নাসিরি, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, সুহেল আহমেদ ভাট।