শিল্ড জিতে ফুরফুরে মেজাজে বাগান ব্রিগেড, কবে যাচ্ছে গোয়া?

mohun-bagan-super-cup-2025-goa-preparation

শিল্ড জয়ের উৎসবের রেশ কাটতে না কাটতেই আবার বড় মঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সুপার কাপ খেলতে আগামী বৃহস্পতিবার গোয়ার উদ্দেশে রওনা দিচ্ছে দল। তার আগে দু’দিন কলকাতায় অনুশীলনে ঘাম ঝড়ালেন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা। আত্মবিশ্বাসে টগবগ করছে গোটা শিবির।

Advertisements

শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর দুই দিন ছুটি পেয়েছিলেন মোহনবাগান ফুটবলাররা। মঙ্গলবার থেকে ফের পুরোদমে অনুশীলনে নামেন তারা। কোচ হোসে মোলিনা চান, সুপার কাপে নামার আগেই দল পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকুক। সেই লক্ষ্যেই পরিকল্পনা মাফিক চলছে ট্রেনিং সেশন।

শিল্ড জয় অবশ্য শুধু ট্রফি জয়ের আনন্দ নয়, বরং বাগান শিবিরে এক নতুন প্রাণসঞ্চার করেছে। বিশেষ করে ডুরান্ড কাপ জিততে না পারার পর যে চাপ তৈরি হয়েছিল, সেটাকে অনেকটাই সরিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঐতিহাসিক জয়। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা রবসন, কামিংসরা এখন আরও আত্মবিশ্বাসী।

সবচেয়ে বড় স্বস্তির খবর, মনবীর সিং চোট কাটিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। উইং পজিশনে তাঁর উপস্থিতি মোলিনার কৌশলে ভারসাম্য ফিরিয়ে আনবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। পাশাপাশি, নতুন ব্রাজিলিয়ান তারকা রবসনও শিল্ডে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তাঁর খেলায় ছন্দ ফিরিয়ে এনেছে। ফলে সুপার কাপের আগে প্রস্তুতির দিক থেকে আর কোনও ঘাটতি রাখছে না মেরিনার্সরা।

Advertisements
৭২ ঘন্টায় গেরুয়া রাজ্যে গ্রেফতার অন্তত ৩০ রোহিঙ্গা

দলের ম্যানেজমেন্ট সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরেই গোয়ার উদ্দেশে রওনা দেবে গোটা দল। সেখানে গিয়েও আরও এক-দু’দিনের অনুশীলনের পরিকল্পনা রয়েছে মোলিনার। আগামী শনিবারই সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান।

সব মিলিয়ে, শিল্ড জয়ের পর ছন্দে ফিরেছে মোহনবাগান। ফুটবলারদের চোখে-মুখে এখন শুধুই আত্মবিশ্বাস আর পরবর্তী ট্রফির লক্ষ্যে অদম্য উদ্যম। শারীরিক ও মানসিক প্রস্তুতির দিক থেকে সুপার কাপ অভিযান শুরুর আগেই নিজেদের অনেকটাই এগিয়ে রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। এখন দেখার, শিল্ডের পর সুপার কাপেও কি আরও একটি ট্রফি জয়ের উৎসবে মাততে পারে মোহনবাগান (Mohun Bagan) শিবির? উত্তরের অপেক্ষায় সমর্থকরা।