HomeSports NewsFootballশিল্ড জিতে ফুরফুরে মেজাজে বাগান ব্রিগেড, কবে যাচ্ছে গোয়া?

শিল্ড জিতে ফুরফুরে মেজাজে বাগান ব্রিগেড, কবে যাচ্ছে গোয়া?

- Advertisement -

শিল্ড জয়ের উৎসবের রেশ কাটতে না কাটতেই আবার বড় মঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সুপার কাপ খেলতে আগামী বৃহস্পতিবার গোয়ার উদ্দেশে রওনা দিচ্ছে দল। তার আগে দু’দিন কলকাতায় অনুশীলনে ঘাম ঝড়ালেন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা। আত্মবিশ্বাসে টগবগ করছে গোটা শিবির।

শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর দুই দিন ছুটি পেয়েছিলেন মোহনবাগান ফুটবলাররা। মঙ্গলবার থেকে ফের পুরোদমে অনুশীলনে নামেন তারা। কোচ হোসে মোলিনা চান, সুপার কাপে নামার আগেই দল পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকুক। সেই লক্ষ্যেই পরিকল্পনা মাফিক চলছে ট্রেনিং সেশন।

   

শিল্ড জয় অবশ্য শুধু ট্রফি জয়ের আনন্দ নয়, বরং বাগান শিবিরে এক নতুন প্রাণসঞ্চার করেছে। বিশেষ করে ডুরান্ড কাপ জিততে না পারার পর যে চাপ তৈরি হয়েছিল, সেটাকে অনেকটাই সরিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঐতিহাসিক জয়। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা রবসন, কামিংসরা এখন আরও আত্মবিশ্বাসী।

সবচেয়ে বড় স্বস্তির খবর, মনবীর সিং চোট কাটিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। উইং পজিশনে তাঁর উপস্থিতি মোলিনার কৌশলে ভারসাম্য ফিরিয়ে আনবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। পাশাপাশি, নতুন ব্রাজিলিয়ান তারকা রবসনও শিল্ডে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তাঁর খেলায় ছন্দ ফিরিয়ে এনেছে। ফলে সুপার কাপের আগে প্রস্তুতির দিক থেকে আর কোনও ঘাটতি রাখছে না মেরিনার্সরা।

৭২ ঘন্টায় গেরুয়া রাজ্যে গ্রেফতার অন্তত ৩০ রোহিঙ্গা

দলের ম্যানেজমেন্ট সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরেই গোয়ার উদ্দেশে রওনা দেবে গোটা দল। সেখানে গিয়েও আরও এক-দু’দিনের অনুশীলনের পরিকল্পনা রয়েছে মোলিনার। আগামী শনিবারই সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান।

সব মিলিয়ে, শিল্ড জয়ের পর ছন্দে ফিরেছে মোহনবাগান। ফুটবলারদের চোখে-মুখে এখন শুধুই আত্মবিশ্বাস আর পরবর্তী ট্রফির লক্ষ্যে অদম্য উদ্যম। শারীরিক ও মানসিক প্রস্তুতির দিক থেকে সুপার কাপ অভিযান শুরুর আগেই নিজেদের অনেকটাই এগিয়ে রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। এখন দেখার, শিল্ডের পর সুপার কাপেও কি আরও একটি ট্রফি জয়ের উৎসবে মাততে পারে মোহনবাগান (Mohun Bagan) শিবির? উত্তরের অপেক্ষায় সমর্থকরা।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular