ইউনাইটেড ম্যাচে বাগান শিবিরে অনুপস্থিত এই চার তারকা ফুটবলার!

Mohun Bagan SG foreign players refuse Iran trip AFC Champions League Two match doubt security concerns

শিল্ডের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। কিন্তু মোহনবাগান শিবিরে অস্বস্তির সুর, জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে দলের দুই নির্ভরযোগ্য রক্ষণের সৈনিক, শুভাশীষ বোস এবং আপুইয়া খেলতে পারবেন না এই গুরুত্বপূর্ণ ম্যাচে। এমন অবস্থায় কোচ হোসে মোলিনা তৈরি রেখেছেন বিকল্প।

শুধু শুভাশীষ ও আপুইয়া নয়, জাতীয় দলের শিবিরে রয়েছেন লিস্টন কোলাসো এবং সাহাল আবদুল সামাদও। ফলে দলের প্রথম একাদশে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। মোলিনা জানিয়েছেন, “জাতীয় দলে খেলোয়াড় দেওয়া সবসময়ই সম্মানের। তবে আমাদেরও নিজেদের মতো করে প্রস্তুত থাকতে হবে। যারা সুযোগ পাচ্ছে, তাদের কাছ থেকে আমি ১০০ শতাংশ আশা করি।”

শিল্ডের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান (Mohun Bagan SG) শিবির। সেই ম্যাচে গোল করেছেন রবসন রবিনহো সহ একাধিক ফুটবলার। অনুশীলনে চোখ রাখলেই বোঝা যাচ্ছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন ক্রমেই ছন্দে ফিরছেন। বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচের আগে রবসন-মনবীর জুটি নিয়ে বেশ খুশি মোলিনা।

Advertisements

তবে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস কোনো সাধারণ দল নয়। শিল্ডে খেলার জন্য তারা দলে নিয়েছে তিন বিদেশি। প্রথম ম্যাচেই তারা হারিয়েছে কেরালা দলকে, যদিও গোলপার্থক্যে পিছিয়ে। ফলে বুধবারের ম্যাচে ড্র করলেও তারা ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালো অবস্থানে থাকবে না। তাই ম্যাচটি জিততেই মরিয়া তারা।

মোহনবাগান শিবির জানে, ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হার মানেই ফাইনালের রাস্তা কঠিন হয়ে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই মনবীরদের দিয়ে প্রচুর শুটিং প্র্যাকটিস করিয়েছেন মোলিনা। বিশেষভাবে কাজ হচ্ছে সেটপিস নিয়েও।

শুভাশীষ বোসের জায়গায় খেলতে পারেন অভিষেক টেকচাম সিং, যিনি প্র্যাকটিসে বেশ সাবলীল এবং আগ্রাসী ফুটবল খেলেছেন। অপরদিকে, আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশীকেও মাঝমাঠের ভার সামলাতে দেখা যেতে পারে। এই দুই তরুণের কাছে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার।

মোলিনা এই ম্যাচে দুই উইং থেকে আক্রমণের কৌশল নিয়ে এগোচ্ছেন। ডানদিকে মনবীর এবং বামদিকে রবসনকে ব্যবহার করার পরিকল্পনা চলছে। লাইন ধরে বল টেনে নিয়ে কাটব্যাক বা ক্রস থেকে গোল খোঁজার চেষ্টা থাকবে।

মোহনবাগানকে এই ম্যাচে জিততেই হবে, তা না হলে গোলপার্থক্য নিয়ে সুবিধা চলে যেতে পারে ইউনাইটেডের দিকে। শুভাশীষ-আপুইয়ারা না থাকলেও, অভিষেকদের কাছে এটা নিজেকে প্রমাণ করার আদর্শ মঞ্চ। বুধবার দুপুরে ম্যাচে দেখা যাবে, এই চাপ কতটা সামলাতে পারেন তাঁরা।

Mohun Bagan SG will face of United Sports in IFA Shiled 2025 without 4 star Footballer

Advertisements