সুপার কাপ অভিযান শুরুতেই ঝড়ের গতিতে ১-০ এগিয়ে মেরিনার্সরা

mohun-bagan-sg-vs-chennaiyin-fc-super-cup-2025-first-half-report-1-0

আইএফএ শিল্ড জয়ের পর যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আত্মবিশ্বাসে টইটম্বুর হোসে মোলিনার দল সুপার কাপ ২০২৫ প্রথম ম্যাচে শনিবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে নেমেছিল চেন্নাইয়িন এফসির মুখোমুখি হতে। টানা বৃষ্টিতে মাঠ ভেজা, আকাশ মেঘলা, কিন্তু মেরিনার্সদের মনোবল একটুও কমেনি। প্রথমার্ধের শেষে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মোহনবাগান।

Advertisements

ম্যাচের শুরু থেকেই দেখা যায় দুই দলের মধ্যে লড়াইয়ের উত্তাপ। দ্বিতীয় মিনিটেই চেন্নাইয়িন ফ্রি-কিক পায়, কিন্তু বাগানের রক্ষণভাগ তা ঠেকিয়ে দেয়। দুই দলের মধ্যেই নানা রোমাঞ্চকর গল্প, চেন্নাইয়িনের অধিনায়ক এখন প্রাক্তন বাগান তারকা প্রীতম কোটা। অপরদিকে বাগানের জার্সিতে রিজার্ভ বেঞ্চে বসে প্রাক্তন চেন্নাইয়িন উইঙ্গার কিয়ান নাসিরি।

বৃষ্টি ভেজা মাঠে বল নিয়ন্ত্রণ রাখা ছিল এক বড় চ্যালেঞ্জ। চতুর্থ মিনিটে শুভাশীষের পাসে তৈরি হয় সুযোগ, কিন্তু গোলরক্ষক নবাজ তা ধরেন। নবম মিনিটে মনবীর ডান দিক থেকে আক্রমণ, তার ক্রস ফেরান সেই নবাজ। তবে লিস্টনের রিবাউন্ড শটটি চেন্নাইয়িনের ডিফেন্স ব্লক করে দেয়।

সুযোগ নষ্টের খেসারত, ডেম্পোর সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল

১১ মিনিটের মাথায় বৃষ্টি এতটাই তীব্র হয় যে দৃশ্যমানতাই কমে আসে। অথচ এই কঠিন পরিস্থিতিতেও বাগানের আক্রমণ থেমে থাকেনি। দীর্ঘ ইনজুরির পর দলে ফেরা মনবীর উপস্থিতি যেন নতুন উদ্যম এনে দিয়েছে আক্রমণভাগে।

১৬ মিনিটে শুভাশীষের থ্রো-ইন থেকে লিস্টন কোলাসো ফাউল আদায় করে নেন। তাঁর ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হলেও, বাগানের আগ্রাসী মেজাজে চেন্নাইয়িন রক্ষণভাগ চাপের মুখে পড়ে। অন্যদিকে চেন্নাইয়িনও কিছু ফ্রি-কিক পেয়েছিল, তবে কোনওটাই তেমনভাবে বিপজ্জনক হয়ে ওঠেনি।৩১ মিনিটে সাহালের দুর্দান্ত এক দৌড়ে গোলের সুযোগ তৈরি হয়, কিন্তু প্রীতম কোটালের ডিফেন্সিভ ব্লক বাঁচিয়ে দেয় চেন্নাইয়িনকে। এরপরই থাপা বাগান মিডফিল্ডে ফাউল করেন।

Advertisements

ম্যাচের ৩৮তম মিনিটেই আসে প্রথম গোল। বাম দিক থেকে লিস্টন বুদ্ধিমত্তার সঙ্গে লালদিনলিয়ানাকে পরাস্ত করে পাস বাড়ান ম্যাকলারেনকে। অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড নবাজকে পরাস্ত করে জালে বল জড়ান। বৃষ্টির ভেতরেও গ্যালারি থেকে শোনা যায় গোলের জয় ধ্বনি।

প্রথমার্ধের শেষ দিকে কিছু বিপজ্জনক মুহূর্ত তৈরি হয়েছিল চেন্নাইয়িনের তরফে। তবে বাগান গোলরক্ষক বিশাল কাইথ দক্ষতার সঙ্গে একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন। দ্বিতীয়ার্ধে মোলিনার ছেলেরা যদি এই ছন্দ বজায় রাখতে পারেন, তাহলে সুপার কাপ অভিযানের শুরুটাই হতে পারে সবুজ-মেরুন ব্রিগেডের আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা।