আইএফএ শিল্ড জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) নামছে সুপার কাপ (Super Cup 2025) অভিযানে। শনিবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। মরশুমের শুরুটা আশানুরূপ না হলেও, সাম্প্রতিক শিল্ড জয়ের পর হোসে মোলিনার দল আত্মবিশ্বাসে টইটম্বুর। কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে প্রথম একাদশে নেই বাগান জনতার নয়নের মণি দিমিত্রি পেত্রোত্রস। পাশাপাশি কামিংস এবং রবসন রবিনহো রয়েছেন পরিবর্ত ফুটবলারের তালিকায়।
গত কয়েক বছরে ভারতীয় ফুটবলে ধারাবাহিক সাফল্যের ছাপ ফেলেছে মোহনবাগান। আইএসএল জয়, ডুরান্ড কাপ ও শিল্ডের ট্রফি সংগ্রহ করেছে তারা। কিন্তু সুপার কাপ এখনও অধরা। স্প্যানিশ কোচ হোসে মোলিনার কাছে তাই এই টুর্নামেন্ট বিশেষ গুরুত্বের। ম্যাচের আগের দিন ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “মরশুমের শুরুটা আমাদের ভালো ছিল না। তবে আইএফএ শিল্ড জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আমরা সুপার কাপের জন্য তৈরি।”
সাইকেলের প্যাডেলে ফিটনেসের ডাক দিয়ে তিলোত্তমায় প্রথমবার সাইক্লোথন
ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই মোহনবাগানের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে কোচ মোলিনা এবার সেই সমালোচনার সোজাসুজি জবাব দিয়েছেন। তিনি বলেন, “সম্পূর্ণ ফিটনেস পেতে গেলে আরও বেশি ম্যাচ খেলতে হয়। ভারতীয় ফুটবলে সেই সুযোগটা সবসময় মেলে না। তবে আইএফএ শিল্ডে পরপর ম্যাচ খেলার ফলে দলের ফিটনেসে উন্নতি হয়েছে। সবচেয়ে বড় কথা, দলের কেউই এখন চোটগ্রস্ত নয়। সবাই সুস্থ এবং প্রস্তুত।”
প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি এবার বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামছে। তবু তাদের হালকাভাবে নিচ্ছেন না বাগান কোচ। মোলিনা বলেন, “চেন্নাই খুবই ভালো দল। সব ম্যাচই কঠিন হয়। কোনও জয় সহজে আসে না। তাই আমাদের লড়াই করেই জয় আনতে হবে।” সেই লক্ষ্যেই চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ব্যপক চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট।
মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ :
Ready to start with a bang 🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #AIFFSuperCup #MBSGCFC pic.twitter.com/h8n3lVKCHK
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 25, 2025


