HomeSports NewsFootballজল্পনার অবসান, মোলিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন বাগানের

জল্পনার অবসান, মোলিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন বাগানের

- Advertisement -

হোসে মোলিনাকে এবার বিদায় জানাল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। অবশেষে আজ কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইট থেকে এই স্প্যানিশ বসের সঙ্গে চুক্তিভঙ্গ করার কথা জানিয়ে দিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে বাগানের এই প্রাক্তন কোচের ছবি আপলোড করে ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও লেখা হয়েছে, ‘মোহনবাগান সুপার জায়ান্ট হোসে মোলিনার সাথে চুক্তিটি পারস্পরিকভাবে বাতিল করেছে। আমরা তার ভবিষ্যৎ যাত্রায় সাফল্য কামনা করি।’

(আরও বিস্তারিত আসছে)

   
- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular