ডার্বির আগে উত্তপ্ত বাগান শিবির! রক্ষণ থেকে আক্রমণের রণকৌশল নিয়ে ব্যস্ত মোলিনা?

Mohun Bagan SG in AFC controversy fan protest during IFA Shield 2025

গত কয়েক সপ্তাহ ধরেই বারংবার সংবাদ শিরোনামে উঠে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আসলে এবার এএফসির ম্যাচ খেলতে ইরান যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা থেকে পরবর্তীতে সরে আসে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা উঠে এসেছিল বারংবার। তবে এটাই প্রথম নয়, গত বছর ও যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মধ্য প্রাচ্যে দল পাঠায়নি সবুজ-মেরুন। তবে গতবারের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। যেখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ভালো ভাবে নেয়নি সমর্থকরা। তারপর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা।

Advertisements

যার প্রভাব পড়তে শুরু করে গ্যালারিতে। এবারের আইএফএ শিল্ডের প্রথম থেকেই ম্যাচ বয়কটের দাবি উঠছে শুরু করেছিল সমর্থকদের একাংশের তরফ থেকে। পাশাপাশি মাঠে গিয়ে ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে রাগ উগরে দিতেও দেখা যায় মোহনবাগানের (Mohun Bagan SG) বেশ কয়েকটি ফ্যানবেসকে। পুরনো রীতি অনুযায়ী চ্যান্ট করার পাশাপাশি প্রতিবাদ মূলক ব্যানার ও লক্ষ্য করা যায় সবুজ-মেরুন গ্যালারিতে। বর্তমানে দল ছন্দে থাকলেও সমর্থকদের ক্ষোভ রয়ে গিয়েছে আগের মতই। আসলে আন্তর্জাতিক মঞ্চে ক্লাবের এমন পরিস্থিতি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কেউ। গত বুধবার দুপুরে লক্ষ্য করা গিয়েছিল সেই একই ছবি।

শিল্ডের ফাইনালে বাগান ম্যাচেই অভিষেক! হিরোশিকে দেখতে মুখিয়ে লাল-হলুদ জনতা

ম্যানেজমেন্টের সমালোচনা যুক্ত ব্যানার ও ফেস্টুন নিয়ে মাঠের প্রতিবাদ রত অবস্থায় দেখা গিয়েছিল সমর্থকদের একটা বিরাট অংশকে। ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করে দল ফাইনালে উঠলেও ক্ষোভ রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। সময় এগোনোর সাথে সাথেই অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করেছিল কিশোর ভারতী চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে দেখা গিয়েছিল পুলিশকে। সেই নিয়ে পরবর্তীতে নিন্দার ঝড় বইতে শুরু করেছিল নেট মাধ্যমে। তারপর গোটা বিষয়টি উল্লেখ করে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট।

অন্যদিকে আইএফএ শিল্ডের ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে স্বস্তির হাওয়া। চোটের কারণে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে না খেললেও বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পুরোদমে অনুশীলনে নেমে পড়লেন মনবীর সিং। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই জোরালো।

এদিন অনুশীলনের বড় একটি অংশজুড়ে কোচ হোসে মোলিনা মনোযোগ দিলেন রক্ষণের ভুলত্রুটি দূর করার দিকে। বুধবার ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারালেও প্রতিপক্ষ বেশ কয়েকবার সহজে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল, বিশেষ করে মেহতাব সিং এবং দীপেন্দু বিশ্বাসের ভুলে। সেই কারণেই রক্ষণভাগে নতুন করে ঝালাইয়ের কাজ চলছে।

Advertisements

মাঠের অন্য প্রান্তে দেখা গেল মূল দল বনাম রিজার্ভ দলের মধ্যে রক্ষণ ও আক্রমণের পরীক্ষা। ম্যাকলারেন, কামিংস, দিমিত্রি, রবসন রবিনহোদের সামনে দাঁড় করানো হলো টম আলড্রেড, আলবার্তো রদ্রিগেস, শুভাশীষ বোস, আশিস রাই, মেহতাব সিং এবং অভিষেক সিংদের। মোলিনা নজর রাখলেন তাঁদের পারফরম্যান্সে।

এছাড়াও জাতীয় দল থেকে সদ্য ফেরা লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, আপুইয়া এবং দীপক টাংরি অনুশীলনে অংশ নেন এবং তাঁদের অবস্থাও দেখে নেন কোচ। সব মিলিয়ে ডার্বির আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না মোহনবাগান সুপার জায়ান্ট।

Mohun Bagan SG in AFC controversy fan protest during IFA Shield 2025