মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan SG) আনুষ্ঠানিকভাবে শুরু হল সার্জিও লোবেরা-যুগ। হোসে মলিনার বিদায়ের পর বৃহস্পতিবার বিকেল থেকেই যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে স্প্যানিশ মাস্টারমাইন্ডের অধীনে উৎসাহী ফুটবলারদের নতুন করে তৈরি হওয়ার দৃশ্য যেন নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছিল।
আইএসএল অনিশ্চয়তা ঘিরে বাগানের চিঠি, এআইএফএফের দায়সারা জবাব
বিকেল চারটার আগেই মাঠে হাজির হন লোবেরা। ঘড়ির কাঁটা ৪.৩০ ছুঁতেই অনুশীলনের বাঁশি বাজান তিনি। প্রথম দিন থেকেই তাঁর প্রশিক্ষণধারার সুনির্দিষ্ট পরিচয় মেলে শৃঙ্খলা, গতি, ছোট পাসিং, পজিশনিং এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপর বিশেষ নজর।
কৌশলগত বৈঠকেই সূচনা
অনুশীলনের আগের দিনই দলের ফুটবলারদেরসঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন লোবেরা। জানা গিয়েছে, সেখানে তিনি তুলে ধরেন বাগানের আগামী দিনের রণকৌশল ও তাঁর ফুটবল দর্শনের মূল দিকগুলি। এদিন অনুশীলন শুরুর আগেও ফুটবলারদের নিয়ে হয় আরও এক দফা আলোচনা। এই থেকেই স্পষ্ট মাঠে পজিশনাল প্লে ও গতিময় পাসিং ফুটবলের মাধ্যমে মোহনবাগানকে নতুন ধারায় গড়ে তুলতে চান তিনি।
প্রথম ৩০ মিনিট জুড়ে বাগান ফুটবলারদের দৌড়ে ঘাম ঝরাতে দেখা যায়। তারপরই শুরু হয় মূল অনুশীলন। দলকে দু’ভাগে ভাগ করে ছোট-ছোট পাসে খেলা, ওয়ান-টাচে পজিশন বদল, দ্রুত জায়গা নেওয়া লোবেরার নির্দেশনায় যেন ফুটবলাররা শুরু থেকেই তাল মিলিয়ে দিতে চান। সহকারি কোচ ডিও গ্রাসিয়াও ছিলেন পুরোপুরি সক্রিয়। তিনি পরিষ্কারভাবে ফুটবলারদের বোঝাতে থাকেন যে লোবেরা কোন পরিস্থিতিতে ঠিক কী চাইছেন।
দিনের শেষে নজর কাড়ল কোচের বিশেষ সময়। অনুশীলন শেষে লোবেরা দীর্ঘক্ষণ গম্ভীরভাবে কথা বললেন মনবীর সিংয়ের সঙ্গে। এফসি গোয়া থেকেই তাদের পূর্বের সম্পর্ক। লোবেরা স্পষ্ট করলেন, মনবীর দলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাঁর উপর আস্থা রয়েছে।
তিন তারকার অনুপস্থিতি
তবে প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিন বড় নাম। অপুইয়া শারীরিক অসুস্থতার কারণে মাঠে এলেও অনুশীলনে যোগ দিতে পারেননি। সাহাল আব্দুল সামাদ পারিবারিক কারণে অনুপস্থিত। লিস্টন কোলাকোকে না দেখা গেলেও তাঁর অনুপস্থিতির কারণ জানায়নি বাগান ম্যানেজমেন্ট।

শুরুতেই তেজস্বী, লোবেরার ছোঁয়া স্পষ্ট
সব মিলিয়ে বলা যায়, প্রথম দিন থেকেই দলের মধ্যে নতুন এক উৎসাহ তৈরি করেছেন সার্জিও লোবেরা। তাঁর প্রশিক্ষণে ফিটনেস, দ্রুততা ও পাস ভিত্তিক আধুনিক ফুটবলের যে ছাপ পড়ে, তা মোহনবাগানের অনুশীলনেও স্পষ্ট। সমর্থকরাও আশা করতেই পারেন, লোবেরা-যুগে বাগান নতুন এক ছন্দে উঠবে। আর প্রথম দিনের অনুশীলন যেন সেই নবযাত্রার প্রতিশ্রুতি।










