HomeSports NewsFootballরাত পোহালেই ডার্বি, সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা শুভাশীষের

রাত পোহালেই ডার্বি, সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা শুভাশীষের

- Advertisement -

এএফসি কাপে ইরান সফর বাতিল সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে সবুজ-মেরুন সমর্থকদের ক্ষোভে। গত কয়েক সপ্তাহ ধরে এই ইস্যু ঘিরে সোশ্যাল মিডিয়া, গ্যালারি এবং মাঠের চারপাশে ছড়িয়ে পড়েছে অসন্তোষের আগুন। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। এর ফলে ক্লাবের বিশ্ব ফুটবলে প্রতিনিধিত্বের সুযোগ হারানো, আর তাতেই ভেঙে পড়েছেন একাংশ গোঁড়া সমর্থক।

এই পরিস্থিতিতে যখন দলের উপর চাপ চরমে, তখনই সামনে এসেছে মরশুমের প্রথম বড় ম্যাচ। আইএফএ শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে দলকে ঐক্যবদ্ধ রাখতে, ড্রেসিংরুমে মনোসংযোগ ধরে রাখতে এবং সমর্থকদের সমর্থন ফিরিয়ে আনতেই কড়া বার্তা দিলেন অধিনায়ক শুভাশীষ বোস।

   

তিনি বলেন, “আমরা ফুটবল খেলি সমর্থকদের জন্য। আপনারা আমাদের ছায়ার মতো পাশে থাকেন, সেটাই আমাদের শক্তি। এবারও চাই আপনারা মাঠে আসুন, আমাদের সমর্থন করুন।” কিশোর ভারতী স্টেডিয়ামে ইউনাইটেড ম্যাচের পর যেভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তার ৭২ ঘণ্টার মধ্যেই আরেকটি বড় ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে শুভাশীষ জানাচ্ছেন, ড্রেসিংরুমের পরিবেশ একদম ঠিকঠাক, এবং ফোকাস এখন একটাই ট্রফি ঘরে তোলা।

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে লড়ে সফলতা পেয়েছি। এবারও চাই সেই দলগত প্রচেষ্টাতেই ভরসা রেখে খেলতে। প্রতিপক্ষ কে, সেটা বড় কথা নয়। আমরা নিজেদের খেলা খেলতে চাই। আমাদের লক্ষ্য গোল করা, আক্রমণ শানানো। যে উইঙ্গার আমার বিপক্ষে থাকবে, তার বিরুদ্ধে নিজের কাজটা ঠিকঠাক করাই আমার চ্যালেঞ্জ।”

কোথায় ও কীভাবে দেখা যাবে আইএফএ শিল্ড ফাইনাল? জানুন

অন্যদিকে, দলের অনুশীলনেও চলছে জোর কসরত। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন (Mohun Bagan SG) মাঠে দেখা গেছে কামিংস, ম্যাকলারেন, পেত্রাতোসদের ঘাম ঝরাতে। মনবীর সিং দলে ফিরে অনুশীলনে অংশ নিয়েছেন, যদিও তাকে শুরুতে নামানো হবে না বলেই ধারণা। ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তার জন্যও তৈরি দল।

এমন এক পরিস্থিতিতে, যেখানে মাঠের বাইরের উত্তেজনা মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে। সেখানেই ফুটবলাররা মনঃসংযোগ ধরে রেখে ট্রফির দিকে এগিয়ে চলেছেন। শুভাশীষ বলেন, “আমার কাছে প্রতিটি ম্যাচ শেষ ম্যাচের মতো। জানি না পরের ম্যাচে সুযোগ পাব কিনা। তাই সবসময় সেরাটা দিতে চেষ্টা করি।”

শেষবারের মতো সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু সাপোর্টার নন, মোহনবাগানের যোদ্ধা। আমরা একসঙ্গে জিতেছি, সেলিব্রেট করেছি। এবারও চাই, আপনারা আমাদের পাশে থাকুন। চলুন মরশুমের শুরুটা ট্রফি জয় দিয়ে করি।”

এখন দেখার, উত্তেজনা, আবেগ আর সমর্থকদের অসন্তোষের ভিড়ে, সবুজ-মেরুন শিবির নিজেদের খেলায় মনঃসংযোগ ধরে রাখতে পারে কিনা। মাঠের লড়াইয়ে সেরা ফর্মে থাকলেই হয়তো আবারও একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগ করে নিতে পারবেন ফুটবলার ও সমর্থকরা।

Mohun Bagan SG Captain Subhasish Bose give message to supporter ahead IFA Shiled Final 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular