সুপার কাপে অভিযান শুরুতেই লড়াইয়ের ছাপ ফেলল বাগান ব্রিগেড

Mohun Bagan SG beat Chennaiyin FC by 2-0 Super Cup 2025

জাতীয় পর্যায়ে গত কয়েক মরশুমে একের পর এক ট্রফি জিতে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আইএসএল, ডুরান্ড কাপ সব জেতা হয়েছে, কিন্তু সুপার কাপের ট্রফি এখনও অধরাই থেকে গিয়েছিল সবুজ-মেরুনের কাছে। সেই অপূর্ণতা পূরণের লক্ষ্য নিয়েই শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল তারা। প্রবল বৃষ্টির মধ্যেও অনবদ্য পারফরম্যান্সে ২-০ গোলে জয় পেয়ে নতুন অভিযানের সূচনা করল হোসে মোলিনার ছেলেরা।

Advertisements

খেলার শুরু থেকেই দুই দলই মাঠে ছিল লড়াকু মেজাজে। বৃষ্টিভেজা মাঠে পাসিং ফুটবল তেমনভাবে দেখা যায়নি, তবুও আক্রমণে ছিল প্রাণ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রিকিক পেয়েছিল চেন্নাইয়িন এফসি, তবে বাগানের রক্ষণভাগের দৃঢ়তায় বিপদ কাটে। পরক্ষণেই পাল্টা আক্রমণে শুভাশীষ বোসের স্কোয়্যার পাস থেকে গোলের সুযোগ তৈরি হলেও, চেন্নাই গোলরক্ষক নবাবের দক্ষতায় তা রুখে দেন।

সুযোগ নষ্টের খেসারত, ডেম্পোর সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল

নবম মিনিটে মনবীর সিংয়ের দুরন্ত দৌড়ে আরেকটি সম্ভাবনা তৈরি হয়, কিন্তু ফের বাধা হয়ে দাঁড়ান নওয়াজ। ফিরতি বলে লিস্টন কোলাসো শট নিলেও চেন্নাই ডিফেন্স ছিল প্রস্তুত। ২১ মিনিটে স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজের প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথম আধঘণ্টা পর্যন্ত তিনটি ফ্রিকিক পেলেও বাগানের রক্ষণে ভাঙন ধরাতে পারেনি চেন্নাই।

অবশেষে ৩৮ মিনিটে গোলের মুখ খোলে মোহনবাগান। বাম দিক থেকে লিস্টন কোলাসোর ব্যাকহিল পাসে ফাঁকা জায়গায় বল পান জেমি ম্যাকলারেন। এক ঝটকায় বল জালে জড়িয়ে দেন অজি স্ট্রাইকার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সবুজ-মেরুন শিবির।

দ্বিতীয়ার্ধে বৃষ্টি কমলেও ম্যাচের গতি আরও বেড়ে যায়। ৫২ মিনিটে অনিরুদ্ধ থাপা ও ম্যাকলারেনের মধ্যে চমৎকার বোঝাপড়া দেখা গেলেও গোল আসেনি। চেন্নাইয়ের রক্ষণে পুরনো মুখ প্রীতম কোটাল ছিলেন সতর্ক। তবে ৬৭ মিনিটে ফের গোল পেয়ে যায় মোহনবাগান। এবার গোলের নায়ক আবারও জেমি ম্যাকলারেন। শুভাশীষের লম্বা পাস থেকে বল পেয়ে মনবীর সিং ডানদিক থেকে নিখুঁত ক্রস বাড়ান, যা জালে ঠেলে দ্বিতীয়বারের মতো দলকে স্বস্তি এনে দেন ম্যাকলারেন।

Advertisements

শেষ মুহূর্তে চেন্নাই কিছুটা প্রতিআক্রমণের চেষ্টা করলেও বাগানের রক্ষণভাগ দারুণভাবে প্রতিহত করে। গোলরক্ষক বিশাল কাইথও নিশ্চিত করেন ক্লিন শিট।

এই জয়ের ফলে আত্মবিশ্বাসের দারুণ জোয়ার বইছে বাগান শিবিরে। প্রথম ম্যাচ থেকেই মোহনবাগানের ছন্দ দেখে বোঝা যাচ্ছে, তারা এবার ট্রফি তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। জেমি ম্যাকলারেনের দুর্দান্ত ফর্ম ও লিস্টন-মনবীরের জুটি যদি এমনভাবেই ছন্দে থাকে, তবে সবুজ-মেরুনের হাতে অধরা সুপার কাপ ধরা শুধু সময়ের অপেক্ষা।