HomeSports NewsFootballবিরাট বড় চমক! সবুজ-মেরুনের দায়িত্বে লোবেরা

বিরাট বড় চমক! সবুজ-মেরুনের দায়িত্বে লোবেরা

- Advertisement -

হোসে মোলিনাকে বিদায় জানানোর কিছুক্ষণের মধ্যেই চমক দিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রাক্তন কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা নেট মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সেটা মাত্র কিছুক্ষণের জন্যই। তারপরেই বিরাট বড় চমক দিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার থেকে কলকাতা ময়দানের এই প্রধানের দায়িত্ব পালন করবেন আরেক স্প্যানিশ কোচ। ভারতীয় ক্লাব ফুটবলের যার ব্যাপক সক্রিয়তা। তিনি সার্জিও লোবেরা‌। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সেটাই প্রমাণ করে দেখাল মোহনবাগান।

প্রাক্তন কোচকে বিদায় জানানোর কিছু সময়ের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছে গতবারের আইএসএল জয়ীরা। যেটা এক কথায় বিরাট বড় পাওনা সকলের কাছেই। দেশের প্রথম ডিভিশন লিগের একাধিক ফুটবল ক্লাবের দায়িত্ব পালন করে এসেছেন লোবেরা। রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে জিতিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগ। পরবর্তীতে যদিও সিটি গ্রুপের অধীন চীনের একটি ক্লাবের দায়িত্বে দেখা গিয়েছিল তাঁকে। এখান থেকেই গত কয়েক সিজন আগে লোবেরাকে ছিনিয়ে নিতে তৎপর ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শোনা যায় মৌখিক কথাবার্তার পর চুক্তিপত্র ও নাকি পাঠানো হয়েছিল ক্লাবের তরফে।

   

কিন্তু শেষ পর্যন্ত ভারতে ফিরলে ও সকলকে হতবাক করে ওডিশা এফসির দায়িত্ব নিয়েছিলেন সার্জিও লোবেরা‌। সেখানেই নিজের পরিকল্পনা মাফিক ফুটবল খেলে আসছিলেন দলকে। গত কয়েক বছরে যারফলে ব্যাপক উন্নতি করেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। তবে দেশের এই ফুটবল লিগের অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজরে রেখেই পারস্পরিক সম্মতিতে ক্লাব ছাড়া সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। তাঁকে সম্মান জানিয়ে আজকের কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে লোবেরাকে বিদায় জানিয়েছে সুপার কাপ জয়ীরা। ঠিক ঘন্টাখানেক এর ব্যবধান।

তার মধ্যেই নতুন ক্লাবে যোগদানের কথা জানিয়ে দিল মেরিনার্সরা। চলতি সিজনের পাশাপাশি আগামী দিনে ও এই বিদেশী কোচের উপর ভরসা রেখেই সুদিন ফেরাতে বদ্ধপরিকর পালতোলা নৌকা ব্রিগেড।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular