সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। কলকাতায় দু’দিনের অনুশীলনের পর বৃহস্পতিবার গোয়ার উদ্দেশে রওনা দেবে হোসে মোলিনার দল। শিল্ড ফাইনালে ডার্বি জয়ের পর দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ছুটি কাটিয়ে ফের ট্রেনিং শুরু হতেই অনুশীলনে দেখা মিলেছে ব্রাজিলিয়ান নতুন তারকা রবসন রবিনহোর। ম্যাচে ফিরে পাওয়া ছন্দ, কোচের আস্থা এবং প্রাক্তন গুরু অস্কার ব্রুজোর কথোপকথন। সব মিলিয়ে সুপার কাপের আগে চাঙ্গা মোহনবাগানের নতুন বিদেশি।
দীর্ঘ পাঁচ মাস পর ম্যাচে ফিরেছেন রবসন। ডুরান্ড কাপের পর খেলার সুযোগ না থাকায় ম্যাচ ফিটনেসের ঘাটতি ছিল তাঁর। তবে আইএফএ শিল্ডে টানা তিন ম্যাচ খেলে এখন অনেকটাই আত্মবিশ্বাসী রবসন। ডার্বি ফাইনালে বদলি হিসেবে নামলেও তাঁর খেলা নজর কেড়েছে। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই সুপার কাপে পুরো ৯০ মিনিট খেলার জন্য তৈরি হচ্ছেন তিনি।
বুধবার অনুশীলন শেষে রবসন বলেন, “প্রায় পাঁচ মাস আমি কোনও ম্যাচ খেলিনি। এই তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়ে এখন মনে হচ্ছে সুপার কাপে পুরো ফিট হয়ে নামতে পারব।” ডার্বির পরে মোহনবাগান ড্রেসিংরুমে খুশির আবহ। তাঁর মুখেও সেই উচ্ছ্বাস স্পষ্ট। তিনি যোগ করেন, “এখানে এসে মনে হচ্ছে, আমি এক মরশুম ধরে খেলছি। সতীর্থরা অনেক সাহায্য করছে। ড্রেসিংরুমের পরিবেশ অসাধারণ।”
দীপাবলির পর রুপো বাজারে বড় পতনের ইঙ্গিত
তবে সবচেয়ে বড় চমক, ডার্বি জয়ের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর ফোন। বাংলাদেশের বসুন্ধরা কিংসে থাকার সময় অস্কারের প্রিয় ছাত্র ছিলেন রবসন। সেই সম্পর্ক এখনও অটুট। রবসন বলেন, “ডার্বির পরে ইস্টবেঙ্গল কোচ অস্কার আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে। ওর সঙ্গে আমার সম্পর্ক বরাবরই দারুণ। আমরা একে অপরকে সম্মান করি।”
সুপার কাপে ফের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল। রবসন জানিয়ে দিয়েছেন, তিনি প্রস্তুত সেই লড়াইয়ের জন্য। তিনি সেই প্রসঙ্গে বলেন, “সামনেই আরেকটি ডার্বি। চ্যালেঞ্জ কঠিন, কিন্তু আমরা জিততে চাই। সেই লক্ষ্যেই অনুশীলন করছি।”
তবে সুপার কাপে ৬ বিদেশির মধ্যে ৪ জনকে খেলানোর নিয়মে তৈরি হয়েছে বাড়তি প্রতিযোগিতা। তা নিয়েও খোলামেলা রবসন বলেন, “আমি অ্যাটাকিং মিডফিল্ড ও লেফট উইং দু’টি পজিশনেই স্বচ্ছন্দ। প্রথম একাদশে জায়গা পেতে হলে আরও পরিশ্রম করতে হবে। আমাদের মধ্যে চ্যালেঞ্জ আছে, তবে সেটাই তো পেশাদার ফুটবলের সৌন্দর্য।”
ডুরান্ড কাপের হতাশা কিছুটা হলেও মুছে দিয়েছে শিল্ড জয়ের সাফল্য। বিশেষ করে ডার্বি জিতে ফাইনাল জেতার পর শিবিরে এখন অনেকটাই হালকা পরিবেশ। মনবীর সিংয়ের ফিটনেসও চিন্তা কমিয়েছে মোলিনার। এখন লক্ষ্য, সুপার কাপের আরেকটি ডার্বি জয়। কামিংস, পেত্রাতোসদের সঙ্গে তাল মিলিয়ে রবসন যদি ফর্মে ফিরতে পারেন, তাহলে মোহনবাগান যে আইএসএলের আগে বড় বার্তা দিতে পারে, তা বলাই যায়।
Mohun Bagan Robson Robinho preparation ahead Super Cup 2025