এএফসির নিয়মরক্ষার ম্যাচের জন্য কেন ডাকা হল না বাগান ফুটবলারদের?

mohun-bagan-players-missing-india-squad-afc-asian-cup-qualifiers-2025

সপ্তাহ দুয়েক বাকি। তারপরেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্রতিবেশী দেশ তথা বাংলাদেশ। সেই কথা মাথায় রেখেই আজ কিছুক্ষণ আগে ২৩ জন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। যেখানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের অধিকাংশ দলের থেকেই কমবেশি ফুটবলাররা‌ স্থান পেলেও ডাকা হয়নি কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোনও ফুটবলারকে।

Advertisements

যেটা নিঃসন্দেহে অবাক করেছে সকল ফুটবলপ্রেমীদের। যদিও এমন ঘটনা নতুন নয়। ভারতীয় দলের কোচ হিসেবে খালিদ জামিলের দায়িত্ব গ্ৰহনের পর কাফা নেশনস কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ও সবুজ-মেরুন ফুটবলারদের রেখেই নিজের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছিলেন খালিদ। সেই সময় এই টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য না আসলেও ব্রোঞ্জ জয় করে দেশে ফিরেছিল জাতীয় দলের ফুটবলাররা। তবে সেই সময় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুকে অধিক গুরুত্ব দেওয়ার ফলে খেলোয়াড়দের ছাড়তে যথেষ্ট নেতিবাচক মনোভাব দেখা গিয়েছিল ম্যানেজমেন্টের তরফে।

   

কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। তাহলে হঠাৎ কেন জাতীয় শিবিরে ডাকা হল না সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবলারদের? তাহলে কি এবার ও ফুটবলার ছাড়তে একেবারেই রাজি নয় মোহনবাগান। জানা গিয়েছে, আগামী কয়েকদিন পরেই অর্থাৎ ১০ই নভেম্বর শুরু হবে ফিফা উইন্ডো। তার ঠিক কয়েকদিন আগে অর্থাৎ ৬ই নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। এই নিয়েই যত বিপত্তি। নিয়ম অনুযায়ী ফিফার উইন্ডো থাকাকালীন কোনও ফুটবলার চোট পেলে তাঁর দায়িত্ব বর্তায় জাতীয় শিবিরের। কিন্তু তাঁর আগে কারুর চোট সমস্যা তৈরি হলে তা হয়তো দেখতে হবে সবুজ-মেরুন ম্যানেজমেন্টকে।

Advertisements

তাই এক জনপ্রিয় মাধ্যম সূত্রে জানা গেছে যে আগামী ১০ই নভেম্বরের আগে নিজেদের ফুটবলার ছাড়তে নারাজ মোহনবাগান সুপার জায়ান্ট। সেক্ষেত্রে ফিফা উইন্ডো শুরু হওয়ার পর বাগান ফুটবলারদের ডেকে পাঠালে সেক্ষেত্রে তাঁদের ছাড়ার জন্য আর হয়তো আপত্তি থাকবে না ময়দানের এই প্রধানের।