HomeSports NewsFootballকবে শহরে আসছেন মেরিনার্সদের নতুন কোচ? সামনে এল রিপোর্ট!

কবে শহরে আসছেন মেরিনার্সদের নতুন কোচ? সামনে এল রিপোর্ট!

- Advertisement -

আইএসএলকে সামনে রেখে যখন সবুজ-মেরুন (Mohun Bagan) শিবিরে প্রস্তুতির হাঁড়িকাঠ চড়ছে। ঠিক সেই সময়েই জোরদার ব্যস্ততা চলছে মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরাকে নিয়ে। ক্লাবের তরফে আনুষ্ঠানিক ঘোষণার পরই ভারত সফরের ভিসার জন্য আবেদন সেরে ফেলেছেন এই স্প্যানিশ কোচ।

শুক্রবার থেকেই আইএসএলের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন ব্রাজিলীয় তারকা রবসন রবিনহো। অন্যদিকে ক্লাব সূত্রে জানা গেছে, শনিবারের মধ্যেই সব ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হবে। সেই সেশনে লোবেরা থাকবেন বলেই আশা করা হচ্ছিল, তবে ভিসা জটিলতা দেখা দিলে সাময়িকভাবে ফিজিক্যাল ট্রেনারদের তত্ত্বাবধানেই চলবে প্রস্তুতি। লোবেরা শহরে পা রাখলেই দায়িত্বে যোগ দেবেন।

   

মোহনবাগানে শেষ হয়েছে হোসে মোলিনার যুগ। ম্যানেজমেন্ট তাঁর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সম্পন্ন করেই দ্রুত নতুন কোচ নির্বাচন করে। একই দিনে ওডিশা এফসির সঙ্গেও আনুষ্ঠানিকভাবে চুক্তি ছিন্ন করেন লোবেরা। সন্ধ্যার মধ্যেই ওড়িশার তরফে তাঁদের বিচ্ছেদ এবং গোল্ডেন হ্যান্ডশেকের ঘোষণা আসে। পরিস্থিতি এমনই ছিল যে ওডিশার অনিশ্চিত ভবিষ্যতের চেয়ে মোহনবাগানের প্রস্তাবই বেশি স্থিতিশীল মনে হয়েছে স্প্যানিশ কোচের কাছে।

স্প্যানিশ কোচ লোবেরা ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। মুম্বই সিটিকে ২০২১ মরশুমে একই সঙ্গে আইএসএল লিগ-শিল্ড ও কাপ জেতানোর রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। ২০২৩ সালের মে মাসে যোগ দিয়েছিলেন ওডিশা এফসিতে। তাঁর কোচিংয়েই ওডিশা ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে পৌঁছেছিল, যদিও শেষ লড়াইয়ে হেরে যায় ইস্টবেঙ্গলের কাছে। লোবেরার অধীন ২০২৩-২৪ মরশুমে আইএসএলে চতুর্থ স্থানে শেষ করে তারা, যদিও গত মরশুমে দল নেমে যায় সপ্তম স্থানে।

এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে লোবেরা আসছেন মোহনবাগানে। ঐতিহ্যবাহী কলকাতা ক্লাবের জার্সি গায়ে তাঁর ফুটবল দর্শন কতটা ছাপ ফেলতে পারে, সেটাই এখন দেখার। সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া, লোবেরার অভিজ্ঞতা কি ফিরিয়ে আনবে মোহনবাগানের সাফল্যের ধারাকে? উত্তর সময়ই দেবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular