এই মরসুমের শুরুটা ভালো ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যেটা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। সেই হতাশা ভুলে শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের এই প্রধান। যার ফল স্বরূপ এবারের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। গ্ৰুপ পর্বে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল গোকুলাম কেরালা এফসির পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। তারপর ছিল টুর্নামেন্টের ফাইনাল।
যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে। সেখানেই বদলা নেয় মোহনবাগান। ফাইনালে লাল-হলুদ বধ করে ঐতিহাসিক আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল আপামর মোহন জনতা। পরবর্তীতে সেই ধারা সুপার কাপে বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। গত মাসের শেষেই গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ তথা সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে ফের পড়শী ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেখানে অমীমাংসিত ফলাফলে শেষ করলেও গোল পার্থক্যের ভিত্তিতে পরের রাউন্ডে চলে আয় ইস্টবেঙ্গল।
POV: It’s gym day for our 🇧🇷 star 👊#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/WkISWmGys0
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 24, 2025
আসলে এটি মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ থাকায় যেকোনো ভাবেই তিন পয়েন্ট পেতে হত হোসে মোলিনার ছেলেদের। কিন্তু সেটা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই ড্র করায় ছিটকে যায় মোহনবাগান। তবে সর্বভারতীয় এই কাপ টুর্নামেন্টের হতাশা কাটিয়ে এবার আসন্ন আইএসএলে সাফল্য পাওয়ার লক্ষ্য মেরিনার্সদের। কিন্তু কবে হতে পারে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগ। সেটা এখনও স্পষ্ট হয়নি। স্বাভাবিকভাবেই কিছুদিনের জন্য সিনিয়র দলের অনুশীলন বন্ধ রেখেছে ম্যানেজমেন্ট। যারফলে এখন নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন ফুটবলাররা।
সেইসাথে নিজেদের ফিটনেসের দিকে ও নজর রয়েছে প্রত্যেকের। কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইটের স্টোরিতে সেই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। তিনি একানন। ফিটনেসের দিকে যথেষ্ট নজর দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। বেশ কিছুক্ষণ আগেই সেই ভিডিও আপলোড করা হয় মোহনবাগান সুপার জায়ান্টের পেজ থেকে।
