ক্লাব তাঁবুতে কবে আসছে শিল্ড? ঘোষণা করল বাগান শিবির

mohun-bagan-super-cup-2025-goa-preparation

আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর ফের একবার উৎসবের রঙে রাঙাতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। ভাইফোঁটার শুভ লগ্নে সবুজ-মেরুন তাঁবুতে পৌঁছচ্ছে বহু প্রতীক্ষিত শিল্ড ট্রফি। ১২৫তম আইএফএ শিল্ড জিতে দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে বাগান ব্রিগেড। আর এই ঐতিহাসিক জয়কে ঘিরেই বৃহস্পতিবার, বিকেল ৪টেয় ক্লাব লনে ট্রফি প্রদর্শনের মাধ্যমে শুরু হবে উদযাপন।

Advertisements

বুধবার ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “মোহনবাগান ক্লাব লনে ২৩ অক্টোবর বিকেল ৪টেয় মর্যাদাপূর্ণ আইএফএ শিল্ড প্রদর্শিত হবে। সকল সদস্য ও সমর্থকদের এই গর্বের মুহূর্তে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ।” একইসঙ্গে পতাকা উত্তোলনের একটি ছোট্ট অনুষ্ঠানও রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিল্ড জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১ গোলে অমীমাংসিত। অতিরিক্ত সময়েও ফলাফল বদলায়নি। শেষমেশ টাইব্রেকারে মোলিনার দল বাজিমাত করে। দলের নির্ভরযোগ্য গোলকিপার বিশাল কাইথ দুর্দান্ত সেভ করে দলকে জয়ে পৌঁছে দেন।

সুপার কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল মোহনবাগান

সমর্থকদের মধ্যে এই শিল্ড ঘরে ফেরানো নিয়ে যে এক আলাদা আবেগ কাজ করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই ভাইফোঁটার দিন ক্লাব তাঁবুতে এসে শিল্ডের সামনে ছবি তোলার পরিকল্পনা করছেন। ক্লাব তাঁবুতে এমন এক ঐতিহাসিক ট্রফির উপস্থিতি যেমন নস্টালজিয়ার জন্ম দেবে, তেমনই সামনের সুপার কাপের জন্য দলকে মনোবল জোগাবে বলেই মনে করছেন অনেকে।

Advertisements

ফুটবলের প্রতি বাঙালির আবেগ চিরকালীন। আর মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ মানেই আবেগের বিস্ফোরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০০৩ সালের পর ২০২৫ সালে এসে ফের আইএফএ শিল্ড ট্রফি সবুজ-মেরুন তাঁবুতে ফিরে আসা নিঃসন্দেহে এক অনন্য মুহূর্ত।

ইতিমধ্যে কয়েক দিনের ছুটি কাটিয়ে ফের সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান দল। আপাতত কলকাতায় দু’দিন অনুশীলনের পর গোয়ার উদ্দেশে রওনা দেবে কামিংস, ম্যাকলারেনদের দল। কিন্তু তার আগে ক্লাব তাঁবুতে এই গর্বের মুহূর্ত উদযাপন করেই আরও অনুপ্রাণিত হতে চাইছে পুরো ব্রিগেড।