জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) নির্ভরযোগ্য সেন্ট্রাল মিডিও অনিরুদ্ধ থাপা। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়ে বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের এই ফুটবলার। সেই সুখবরই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিল সবুজ-মেরুন শিবির। ক্লাবের তরফে পোস্ট হতেই শুভেচ্ছায় ভরে গেল মোহনবাগান সমর্থকদের টাইমলাইন।
শেষ উইকেটের আক্ষেপ! অসমের বিরুদ্ধে ৭ পয়েন্ট হাতছাড়া বাংলার
অনিরুদ্ধের হলুদ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছিল একদিন আগেই। বুধবার সামনে এল ‘সাত পাকে বাঁধা’ পড়ার ভিডিও ও ছবি। পরনে ঐতিহ্যবাহী বিয়ের পোশাক, মুখে হাসি—জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে যেন আরও বেশি উজ্জ্বল লাগছিল ফুটবল তারকাকে।
Congratulations, Mr. & Mrs. Thapa 💕#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Xg1XnGIgHC
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 19, 2025
দেশের অন্যতম সেরা সেন্ট্রাল মিডিও থাপা ২০২৩ সালে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেন। তার আগে তিনি টানা পাঁচ মরশুম খেলেছিলেন চেন্নাইয়িন এফসির হয়ে। হুয়ান ফেরান্দোর কোচিংয়ে সবুজ-মেরুন জার্সি গায়ে নাম লেখানোর পর থেকেই দলের মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। এখন পর্যন্ত মোহনবাগানের হয়ে ৪১ ম্যাচে নেমেছেন ২৭ বছরের থাপা।
মাঠে তিনি যতটা নিখুঁত ‘পাস-মাস্টার’, ততটাই বহুমুখী। সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং থার্ডেও সমান দক্ষতা দেখিয়েছেন। যেকোনও ফর্মেশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে করে তুলেছে দলের অপরিহার্য অংশ। জাতীয় দলের জার্সিতে তাঁর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ—৫৯ ম্যাচে ৪টি আন্তর্জাতিক গোলের মালিক অনিরুদ্ধ।
উইকেট ভাঙার দায়ে ICC শাস্তির কোপে তারকা পাক ক্রিকেটার
অন্যদিকে, গত বছর ডিসেম্বরেই বাবা হয়েছেন মোহনবাগানের আরেক তারকা মনবীর সিংহ। ছেলের নাম রেখেছেন জয়বীর। মনবীর ও তাঁর স্ত্রী অসমিনের প্রতি যেমন ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন সমর্থকরা, ঠিক তেমনই অনিরুদ্ধের বিয়ের খবরে আবারও শুভেচ্ছায় মুখর সোশ্যাল মিডিয়া।
সবুজ-মেরুনের শুভেচ্ছা বার্তা তাই যেন শুধু একটি ফুটবলারের ব্যক্তিগত সুখবর নয়—সমগ্র ক্লাব পরিবারের আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত। আগামী দিনে দাম্পত্য জীবনের মতোই মাঠেও আরও সাফল্য কামনা করেছেন অনিরুদ্ধ থাপার ভক্তরা।


