HomeSports NewsFootballকাল ভোররাতে শহরে আসছেন দিমি?

কাল ভোররাতে শহরে আসছেন দিমি?

- Advertisement -

গতকাল থেকেই ফের অনুশীলনে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সুপার কাপের পর সাময়িক ছুটিতে ছিলেন দলের ফুটবলাররা। স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে সময় কাটাতে দেখা গিয়েছিল দেশি-বিদেশি তারকাদের। নেট মাধ্যমে সেই ছবি ও উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। তবে গত সপ্তাহের মাঝামাঝিতে দলের তৎকালীন কোচ হোসে মোলিনাকে বিদায় জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট। তারপর ঠিক কিছু সময়ের মধ্যেই সার্জিও লোবেরার দলে যোগদানের কথা জানিয়ে দেয় সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর মোহন জনতা।

এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে হতাশাজনক পারফরম্যান্সের দরুন ছিটকে গিয়েছিল ময়দানের এই প্রধান। সেই ধাক্কা কাটিয়ে দল এবার ঐতিহাসিক আইএফএ শিল্ড ঘরে তুললে ও সুপার কাপে বজায় থাকেনি সেই ছন্দ। স্বাভাবিকভাবেই হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতিতে হোসে মোলিনা যে দলের দায়িত্বে থাকবেন না সেই ইঙ্গিত মিলেছিল আগেই। পরবর্তীতে সেটি স্পষ্ট হয়ে যায়। এবার এই নয়া স্প্যানিশ কোচের উপর ব্যাপক প্রত্যাশা সকলের। তারপরেই চূড়ান্ত হয়ে যায় মোহনবাগানের ফের অনুশীলন শুরু করার দিনক্ষণ।

   

তারপর এই ডিসেম্বরের প্রথম থেকেই ফের প্র্যাকটিসে নেমেছে সবুজ-মেরুন শিবির। তবে ভিসাজনিত সমস্যার দরুন সার্জিও লোবেরা‌ এখনও পর্যন্ত শহরে এসে উপস্থিত না হলেও খুব শীঘ্রই ভারতে ফিরতে চলেছেন ভারতীয় ফুটবল সার্কিটের এই অন্যতম সফল কোচ। তাঁর অনুপস্থিতিতে বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন রিজার্ভ দলের কোচ বাস্তব রায় সহ অন্যান্য সহকারীরা। তাঁদের নির্দেশ মতোই বর্তমানে প্র্যাকটিস করছে দল। কিন্তু প্রথমদিনে উপস্থিত ছিলেন না স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ সহ অজি তারকা দিমিত্রি পেত্রাতোস।

জানা গিয়েছিল খুব শীঘ্রই শহরে এসে পৌঁছাতে চলেছেন এই ফুটবলার। অবশেষে আজ থেকেই দলের সঙ্গে অনুশীলনে ধরা দিয়েছেন আলবার্তো রদ্রিগেজ। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর অনুশীলনের বেশকিছু ছবি আপলোড করে মোহনবাগান। কিন্তু কবে আসবেন দিমি? সেই দিকে নজর রয়েছে প্রত্যেকের। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যেই শহরে পা রাখছেন বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular