মোলিনার ভবিষ্যৎ অনিশ্চিত! মোহনবাগানের শর্টলিস্টে তিনজন কোচ!

Mohun Bagan SG has prepared a 3-man shortlist to replace Juan Molina if needed. Former ISL champion Sergio Lobera is the top candidate, though no final decision has been made yet.

কলকাতা, ২ নভেম্বর: মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে এখন অনিশ্চয়তার বাতাস।  দলের প্রধান কোচ হোসে মোলিনা-র ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছে, আর তার মধ্যেই সবুজ-মেরুন শিবির তৈরি করেছে বিকল্প পরিকল্পনা। ক্লাব সূত্রে খবর, মোলিনাকে পরিবর্তনের সম্ভাবনা মাথায় রেখে তিনজন কোচের শর্টলিস্ট প্রস্তুত করেছে ম্যানেজমেন্ট।

Advertisements

এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন সার্জিও লবেরা (Sergio Lobera) — প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন কোচ, যিনি এর আগে মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়া-কে অসাধারণ সাফল্য এনে দিয়েছিলেন। তাঁর অভিজ্ঞতা ও ভারতীয় ফুটবলের সঙ্গে গভীর সংযোগই তাঁকে এই দৌড়ে প্রথম সারিতে নিয়ে এসেছে।

   

অন্য দু’জন প্রার্থী সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে ক্লাবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,

“একজন প্রার্থী আগেও আইএসএলে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন, আরেকজন দক্ষিণ আমেরিকার একটি বড় ক্লাবের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।”

তবে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্লাব ম্যানেজমেন্ট চায় মোলিনাকে কিছুটা সময় দিতে। সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থাকলেও, শেষ কয়েকটি ম্যাচে দলের লড়াকু মানসিকতা কিছুটা আশার সঞ্চার করেছে কর্মকর্তাদের মধ্যে।

Advertisements

ক্লাবের এক শীর্ষ কর্তা জানিয়েছেন,

“মোলিনা এখনও কোচ আছেন। আমরা কোনও তাড়াহুড়ো করছি না। তবে বিকল্প পরিকল্পনা থাকা জরুরি, কারণ আইএসএল মরসুম দীর্ঘ এবং কঠিন।”

ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই লবেরার নাম ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন— “লোবেরা এলে বাগান আবার আক্রমণাত্মক ফুটবলে ফিরবে!”

তবে ক্লাব এখনই মুখ খুলছে না। সব নজর পরবর্তী ম্যাচে, যা মোলিনার ভাগ্য নির্ধারণ করতে পারে।