মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) অনুশীলন নিয়ে জল্পনার অবসান ঘটালেন ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। জানালেন, দলের অনুশীলন বন্ধ হয়নি, বরং আইএসএল শুরু হওয়ার তারিখ ঘোষণার অপেক্ষায় সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে প্রস্তুতি পর্ব।
সম্প্রতি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ক্লাবকর্তাদের বৈঠকের পর দেবাশিস দত্ত বলেন, “সদর্থক বৈঠক হয়েছে। আমরা স্পষ্ট জানাতে চাই, অনুশীলন বন্ধ হয়নি। আইএসএল শুরুর দিনক্ষণ না জানার কারণে অনুশীলন পিছিয়ে গিয়েছে। যে কোনও দিন অনুশীলন শুরু হতে পারে।”
তিনি আরও যোগ করেন, “গোয়েঙ্কা জানিয়েছেন, বেতন বন্ধ করা হবে না। অনেক ক্লাবই বেতন বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা সেটা করিনি। বেতন চালু থাকা মানেই দল এখনও সক্রিয়। ফুটবলারদের লিখিতভাবে জানানো হয়েছে ফিটনেস বজায় রাখার নির্দেশ। কীভাবে প্রস্তুতি নিতে হবে, তা-ও বিস্তারিতভাবে জানানো হয়েছে।”
উল্লেখযোগ্যভাবে, ওডিশা এফসি এবং কেরালা ব্লাস্টার্সের মতো কিছু ক্লাব ইতিমধ্যেই সিনিয়র দলের কার্যক্রম স্থগিত রেখেছে। তবে মোহনবাগান সে পথে হাঁটছে না। ক্লাব কর্তৃপক্ষের দাবি, আইএসএলের তারিখ নির্ধারিত হলেই দ্রুত সব কিছু গতি পাবে।
অন্যদিকে, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, জানুয়ারির শুরু থেকে মে মাস পর্যন্ত নতুন মরসুমের আইএসএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। নভেম্বরের মধ্যেই সমস্ত জটিলতা মিটে যাবে বলে আশাবাদী তিনি।
আগামী সপ্তাহের শেষে বিড পরীক্ষা কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এল. নাগেশ্বর রাও সুপ্রিম কোর্টে তাঁর রিপোর্ট জমা দেবেন। পরের সপ্তাহেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সূত্রের খবর। নতুন করে টেন্ডার আহ্বান করা হবে নাকি আগের টেন্ডার সংশোধন করেই এগোনো হবে? সে ব্যাপারে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। ফেডারেশন প্রধানের আশা, “আমরা ১৫০ দিনের মধ্যে ১৮০টি ম্যাচ আয়োজন করতে পারব।”


