
শুক্রবার থেকেই লিওনেল মেসি জ্বরে (Messi Kolkata event) কাবু ছিল শহর কলকাতা। শনিবার ভোররাত্রে কলকাতা বিমানবন্দরে পা রাখার আগে থেকেই তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল ফুটবলপ্রেমীদের। বহু আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেছিলেন অগণিত ভক্তরা। এমনকি তার থাকার জন্য যে পাঁচতারা হোটেল নির্বাচন করা হয়েছিল সেখানেও বহু আগে থেকেই ঢল নেমেছিল ফুটবলপ্রেমীদের। বলতে গেলে মেসি মেনিয়ায় মজে ছিল গোটা শহর। তারপর আজ ছিল সমর্থকদের বহু প্রতীক্ষিত সেই দিন। যেদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয়বারের জন্য পা রেখেছিলেন মেসি।
প্রথম থেকেই সমর্থকরা তাঁকে চোখে হারালেও এই আর্জেন্টাইন তারকার উপস্থিতি ব্যাপক উত্তেজিত করে তুলেছিল সকলকে। কিন্তু তাল কাটে গোটা মাঠ প্রদক্ষিণের সময়। নিরাপত্তাজনিত কারণে সেটিসহ বাতিল করা হয় একাধিক কর্মসূচি। যারফলে হাজার হাজার টাকার টিকিট কেটে ও তাঁকে একবারের জন্য ও দেখতে পারেননি সমর্থকদের একটা বিরাট অংশ। স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে সমর্থকদের মধ্যে। যারফলে লন্ডভন্ড হয়ে যায় স্টেডিয়াম চত্বর। এসবের মাঝেই এবার অনুশীলন বাতিল করল মোহনবাগান সুপার জায়ান্ট।
আসলে মাঠ সমস্যার কারণেই এবার এমন সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট। উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই অনুশীলন শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। সুপার কাপের ধাক্কা কাটিয়ে আসন্ন টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সকল ফুটবলারদের। এছাড়াও গত কয়েকদিন আগেই শহরে এসে পৌঁছেছেন বাগানের নবনির্বাচিত কোচ সার্জিও লোবেরা। তাঁর তত্ত্বাবধানে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে গোটা দল। এবার হোসে মোলিনার পর এই কোচের তত্ত্বাবধানে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে সকলের।










