মেসির অপেক্ষায় শহর, যুবভারতীতে মোহনবাগান অল স্টার্সের মুখোমুখি ডায়মন্ড হারবার অল স্টার্স

Messi Kolkata Event

কিছু সপ্তাহ বাকি। তারপর ডিসেম্বরেই শহরে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র লিওনেল মেসি (Messi Kolkata Event)।  যার আসার অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে ভারত তথা গোটা বাংলার ফুটবলপ্রেমীরা। তাই বেশ কয়েক মাস আগে থেকেই অনলাইনে শুরু হয়েছিল এই ইভেন্টের টিকিট বিক্রি। এই সমগ্র অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে গোট কনসার্ট। অনলাইনে এই টিকিট ছাড়ার পর নিমেষের মধ্যেই ফুরিয়ে যেতে শুরু করেছিল সবকটি টিকিট। কলকাতা শহরকে যে কেন ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় তার প্রমাণ মিলেছে বারংবার।

Advertisements

কিন্তু শুধুমাত্র মেসিই নন। আরও একাধিক চমক থাকছে এই ইভেন্টে। আগেই জানা গিয়েছিল যে আগামী ১৩ ই ডিসেম্বর গতবারের বিশ্বকাপ জয়ীর পাশাপাশি দেখা যেতে চলেছে বিশ্ব ফুটবলের আরো বেশ কিছু নক্ষত্রকে। যার মধ্যে ড্যানি আলভেস থেকে শুরু করে ডেকোর মতো ফুটবলারদের নাম উঠে আসতে থাকে বারংবার।
এছাড়াও জন আব্রাহামের পাশাপাশি টাইগার শ্রফের মতো বলি তারকাদের নাম ও উঠে আসতে থাকে ব্যাপকভাবে। তবে এবার কিছুটা বদল দেখা যেতে চলেছে এই ইভেন্টে। নয়া তথ্য অনুযায়ী, সেদিন মোহনবাগানের বিপক্ষে খেলতে দেখা যাবে বাংলার আরেক শক্তিশালী দল ডায়মন্ড হারবার এফসিকে।

   
Advertisements

বেশ কিছু সময় আগেই নিজের সোশ্যাল সাইট থেকে সেই কথার চূড়ান্ত করেছেন প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। বলাবাহুল্য, সপ্তাহ কয়েক আগে পর্যন্ত তারকাখচিত হাইভোল্টেজ ডার্বি হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না এবার। ইস্টবেঙ্গলের পরিবর্তে এই প্রদর্শনী ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার এফসি। কিন্তু কিংবদন্তি তারকা ফুটবলাররা এবার কে কোন দলের জার্সিতে খেলবেন সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, গত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট প্রভাব ফেলে আসছে ডায়মন্ড হারবার। এবার এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা হতে চলেছে ডায়মন্ড হারবার ম্যানেজমেন্টের কাছে।