কিশোর ভারতীর পরিস্থিতি নিয়ে আইএফএ’কে চিঠি বাগানের

How to Watch Mohun Bagan vs Ahal FC Live Stream AFC CL Two 2025

গত বেশ কয়েক সপ্তাহ ধরেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। আসলে গত সেপ্টেম্বরে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ম্যাচ খেলতে ইরান যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা থেকে পরবর্তীতে সরে আসে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা উঠে এসেছিল বারংবার। তবে এটাই প্রথম নয়, গত বছর ও যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মধ্য প্রাচ্যে দল পাঠায়নি মোহনবাগান (Mohun Bagan)। তবে গতবারের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। যেখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ভালো ভাবে নেয়নি সমর্থকরা।

Advertisements

তারপর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা। যার প্রভাব পড়তে শুরু করে গ্যালারিতে। এবারের আইএফএ শিল্ডের প্রথম থেকেই ম্যাচ বয়কটের দাবি উঠছে শুরু করেছিল সমর্থকদের একাংশের তরফ থেকে। পাশাপাশি মাঠে গিয়ে ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে খুব উগরে দিতেও দেখা যায় মোহনবাগানের (Mohun Bagan) বেশ কয়েকটি ফ্যানবেসকে পুরনো রীতি অনুযায়ী চ্যান্ট করার পাশাপাশি প্রতিবাদ মূলক ব্যানার ও লক্ষ্য করা যায় সবুজ-মেরুন গ্যালারিতে। বর্তমানে দল ছন্দে থাকলেও সমর্থকদের ক্ষোভ রয়ে গিয়েছে আগের মতই। আসলে আন্তর্জাতিক মঞ্চে ক্লাবের এমন পরিস্থিতি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কেউ।

বুধবার দুপুরে ও এই পরিস্থিতির খুব একটা বদল হয়নি। ব্যানার ও ফেস্টুন নিয়ে মাঠের প্রতিবাদরত অবস্থায় দেখা যায় সমর্থকদের একটা বিরাট অংশকে। ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করে দল ফাইনালে উঠলেও ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছে বাগান অনুরাগীদের মধ্যে। এমনকি ম্যাচ শেষে বাগান ফুটবলারদের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসার ও পরিস্থিতি দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সবুজ-মেরুন সমর্থকরা। সময় এগোনোর সাথে সাথেই অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করেছিল কিশোর ভারতী চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে।

Advertisements

যেখানে আহত হন বেশ কয়েকজন মোহনবাগান (Mohun Bagan) সমর্থক। বর্তমানে সেই নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সর্বত্র। এমন পরিস্থিতি যে কিছুতেই কাম্য নয় সে কথা জানিয়ে দিয়েছেন বাগান সচিব সৃঞ্জয় বসু। তারপরেই এবার কিশোর ভারতীর গোটা পরিস্থিতি নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বিশেষ চিঠি দিল মোহনবাগান (Mohun Bagan) কর্তারা। যেখানে গোটা বিষয়টির তদন্তের দাবি জানানো হয়েছে ম্যানেজমেন্টের তরফে। পাশাপাশি আগামী ১৮ই অক্টোবর আয়োজিত হতে চলা ফাইনাল ম্যাচের জন্য বিশেষ কিছু অনুরোধ করা হয়েছে তাঁদের তরফে। যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার পাশাপাশি আয়োজকদের পদক্ষেপ সহ ভবিষ্যতে এমন ঘটনা রোধের জন্য বিশেষ পরিকল্পনা ও নেওয়ার কথা ও উল্লেখ করা হয়েছে।