Mohammedan SC: ঘর গোছানো শুরু, বিদেশি বাছাইয়ে বড়সড় চমক মহামেডানের

Mohammedan SC

গত কয়েকমাস ধরেই নিজেদের লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের সঙ্গে বিবাদে জড়িয়েছে সাদা-কালো ব্রিগেড (Mohammedan SC)। একটা সময় বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিংয়ের তরফে চুক্তি শেষ করার কথা বলা হলেও পরবর্তীকালে আলোচনায় বসে উভয় পক্ষ। আদৌ কি সিদ্ধান্ত উঠে আসবে তা এখনো অজানা।

Advertisements

তবে এই সবের মাঝে দল গঠনের ক্ষেত্রে কোনরকমের ত্রুটি রাখতে চায় না মহামেডান স্পোর্টিং ক্লাব। গতবারের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও সেইসব ভুলে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া রেড রোডের এই ক্লাব। এক্ষেত্রে সবার আগে নজর দেওয়া হয়েছে দলের বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে এসে খেলে যাওয়া উজবেকিস্তানের তারকা ফুটবলার মির্যালোল কাসিমভ কে নিতে চলেছে সাদা-কালো ব্রিগেড। পূর্বে নেরোকা এফসির হয়ে আইলিগ খেলেছেন এই তারকা ফুটবলার। আগামী মরশুমের জন্য এবার তাকেই নিতে চাইছে মহামেডান। তবে সেখানেই শেষ নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিল্লীর সুদেবা এফসি থেকে ও নেওয়া হচ্ছে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ কে।

Advertisements

গত মরশুমে মোট ৮ টি গোল করেছিলেন তিনি। এবার তাকেই চাইছে কলকাতার এই প্রধান। এছাড়াও দলের রক্ষনভাগের কথা মাথায় রেখে রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন অধিনায়ক লামিনে মোরো কে ও নিতে চাইছে মেহরাজ ব্রিগেড। গত মরশুমে কাশ্মীর দলের অধিনায়ক ছিলেন এই তারকা ফুটবলার।

সেইসাথে ইরাকি লিগের অন্যতম সফল এক ফুটবলারের সঙ্গে ও কথা চালাচ্ছে মহামেডান ব্রিগেড। তিনি বেঞ্জামিন ওকরনকো। শেষ মরশুমে ইরাকি লিগে প্রায় ৮টির উপরে গোল করেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে সাদা-কালো জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলার কে।