
হায়দরাবাদ: যুবভারতী (Messi Hyderabad match 2025)ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে বিশৃঙ্খলা, ভাঙচুর ও রাজনৈতিক বিতর্কের আবহে যখন দেশজুড়ে প্রশ্ন উঠেছে মেসির ভারত সফরের ভবিষ্যৎ নিয়ে, ঠিক তখনই স্পষ্ট বার্তা দিল তেলেঙ্গানা সরকার। বাতিল হচ্ছে না মেসির সঙ্গে মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির ম্যাচ। বরং সবরকম প্রস্তুতি সেরে নিজাম শহর হায়দরাবাদে বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে রাজ্য প্রশাসন।
#WATCH | Hyderabad, Telangana | On star footballer Lionel Messi’s G.O.A.T India Tour 2025, Telangana Minister D. Sridhar Babu says, “It’s fortunate for us, especially for our state of Telangana and the beautiful city of Hyderabad, to have a player like Messi come here and play in… pic.twitter.com/pcUKkRyril
— ANI (@ANI) December 13, 2025
লিওনেল মেসির G.O.A.T India Tour 2025-এর অংশ হিসেবে হায়দরাবাদে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচ ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা আড়াল করেননি তেলেঙ্গানার মন্ত্রী ডি. শ্রীধর বাবু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে লিওনেল মেসির মতো একজন বিশ্বমানের ফুটবলার হায়দরাবাদে আসছেন। গোটা রাজ্য এবং বিশেষ করে হায়দরাবাদ শহর এই মুহূর্তে ভীষণ উচ্ছ্বসিত।”
এবার বাংলা ছাড়িয়ে জাতীয় স্তরেও মমতা সরকারের নামে ছিছিক্কার
মন্ত্রী আরও জানান, কলকাতায় ঘটে যাওয়া ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে তেলেঙ্গানা সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাঁর কথায়, “পুলিশ ও প্রশাসন সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা সব দিকেই কড়া নজর রাখা হচ্ছে।” প্রশাসনের লক্ষ্য একটাই মেসির সফর যেন সম্পূর্ণ নিরাপদ, সুশৃঙ্খল এবং স্মরণীয় হয়।
উল্লেখযোগ্যভাবে, কলকাতায় মেসির সফর ঘিরে যে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, তা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র সমালোচনা চলছে। সেই প্রেক্ষাপটে হায়দরাবাদের এই ম্যাচ বাতিল হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তেলেঙ্গানা সরকারের এই ঘোষণায় স্পষ্ট, রাজ্যটি সেই পথ থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিতে চাইছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ম্যাচ তেলেঙ্গানা সরকারের কাছে শুধুমাত্র একটি ক্রীড়া ইভেন্ট নয় এটি রাজ্যের আন্তর্জাতিক ভাবমূর্তি তুলে ধরার বড় সুযোগ। বিশ্ব ফুটবলের অন্যতম আইকনকে সফলভাবে আতিথেয়তা দিতে পারলে, তা রাজ্যের প্রশাসনিক সক্ষমতার বড় উদাহরণ হয়ে উঠতে পারে।
হায়দরাবাদ শহর ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক হিসেবে পরিচিত। এবার মেসির আগমন সেই তালিকায় আরও একটি বড় সংযোজন। ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
\অনেকেই বলছেন, কলকাতায় যে স্বপ্নভঙ্গের ছবি দেখা গেছে, হায়দরাবাদে তার সম্পূর্ণ বিপরীত ছবি দেখতে চান তাঁরা। এদিকে, মেসির সফর ঘিরে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই উৎসবের আমেজ। হায়দরাবাদের বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার ও ডিজিটাল প্রচার শুরু হয়ে গেছে। তবে প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, কোনওভাবেই ভিআইপি সংস্কৃতি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
সব মিলিয়ে, লিওনেল মেসির হায়দরাবাদ সফর এখন শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয় এটি ভারতের বিভিন্ন রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি ও দায়িত্ববোধের তুলনামূলক চিত্র তুলে ধরছে। কলকাতার ঘটনার পর গোটা দেশের নজর এখন নিজাম শহরের দিকে। প্রশ্ন একটাই হায়দরাবাদ কি পারবে মেসিকে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিজ্ঞতা উপহার দিতে? তেলেঙ্গানা সরকার বলছে, তারা সম্পূর্ণ প্রস্তুত।










