HomeSports NewsFootballচূড়ান্ত হয়নি আইএসএল দিনক্ষণ, নিজেকে ফিট রাখছেন জোথানপুইয়া

চূড়ান্ত হয়নি আইএসএল দিনক্ষণ, নিজেকে ফিট রাখছেন জোথানপুইয়া

- Advertisement -

গত কয়েক সিজন ধরেই ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন মার্ক জোথানপুইয়া (Mark Zothanpuia)। তবে আগেরবার খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। যারফলে এবার যে তিনি থাকবেন না সেই ইঙ্গিত মিলেছিল আগেই। সেইমতো গত অক্টোবরের প্রথমেই তাঁকে রিলিজ করে দেওয়ার কথা জানিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। একটা সময় আইএসএল জয়ী ক্লাব তথা হায়দরাবাদ এফসি থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ফুটবলার। ডুরান্ড কাপের পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ খেলতে পেরেছিলেন মাঝমাঠের এই তারকা।

তারপরেই চোটের কবলে পড়তে হয়েছিল তাঁকে। ফিরে আসতে লেগে গিয়েছিল প্রায় অনেকটা সময়। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের বাকি ম্যাচ গুলিতে আর খেলা সম্ভব হয়নি তাঁর পক্ষে। পরবর্তীতে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে শেষ সিজনের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই সিজনে তিনি যে খুব একটা সুযোগ পাবেন না সেই ইঙ্গিত আগেই পেয়েছিল ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই তার সঙ্গে চুক্তি ছিন্ন করার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের। সেটাই হয় শেষ পর্যন্ত।

   

পরবর্তীতে তাঁকে দলে টেনে নেয় ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব জামশেদপুর এফসি। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। গত মরসুম পর্যন্ত খালিদ জামিলের তত্ত্বাবধানে দল লড়াই করলেও বর্তমানে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করছেন খালিদ। স্বাভাবিকভাবেই তাঁর পরিবর্তে দলের দায়িত্ব সামাল দিচ্ছেন স্টিফেন ডায়াস। এবারের এই ডুরান্ড কাপের পর সুপার কাপে ও খুব একটা সুবিধা করতে পারেনি গতবারের ফাইনালিস্টরা। সহজেই ছিটকে যেতে হয়েছে গ্ৰুপ পর্বে‌।

যারফলে পরবর্তীতে দেশের প্রথম সারির ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। এসবের মাঝেই এবার জিম সেশনে নিজেকে প্রস্তুত করছেন এই মিজো মিডফিল্ডার। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত স্টোরি আপলোড করেন এই ফুটবলার। যা নিঃসন্দেহে নজর কাড়ছে নেটিজেনদের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular