বিগত কয়েক বছর ধরেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হয়ে খেলে আসছেন মনবীর সিং। মূলত উইঙ্গার হিসেবে সর্বাধিক পরিচিত হলে ও দলের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ভাগের দায়িত্ব পালন করে আসেছেন এই ভারতীয় ফুটবলার। বলাবাহুল্য, গত মরসুমে দেশের প্রথম সারির ফুটবল লিগ তথা আইএসএলের লিগ কাপের পাশাপাশি লিগ শিল্ড জয় করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বছর ঊনত্রিশের এই ফুটবলারের। এমনকি এবারের এই সিজনে ও হোসে মোলিনার অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে পরিগনিত মনবীর।
বর্তমানে সবুজ-মেরুন ব্রিগেডের সময়টা খুব একটা ভালো না গেলেও এবার খুশির আমেজ এই তারকার জীবনে। তাঁর ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। হ্যাঁ ঠিকই শুনেছেন। বাবা হয়েছেন বাগানের (Mohun Bagan SG) এই তারকা ফুটবলার। কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়েছেন মনবীর সিং। যেখানে পুত্র সন্তানের হাতের সাথে নিজের হাতের ছবি আপলোড করেন এই ভারতীয় ফুটবলার। সেখানে তিনি লিখেছেন, ‘ সে এখানে! আমাদের ছোট্ট ছেলেটি এসে পৌঁছেছে, আমাদের হৃদয়কে এমনভাবে ভরিয়ে দিয়েছে যা আমরা কখনও কল্পনাও করিনি। “জয়বীর সিং” – এই পৃথিবীতে স্বাগতম।’
View this post on Instagram
ইতিমধ্যেই তাঁর সেই পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কস্তুরী ছেত্রী থেকে শুরু করে নিখিল প্রভু, সুহেল ভাট সহ বহু ফুটবলপ্রেমী। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের। এবারের এই সুপার কাপে খুব একটা আহামরি পারফরম্যান্স না থাকলেও আসন্ন টুর্নামেন্টে নিজের দলের হয়ে সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে মনবীরের।


