বিগত কয়েক বছর ধরে একেবারেই ফর্মে ছিল না হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গতবার থাংবোই সিংটোর পছন্দ অনুযায়ী দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় ছিল না তাঁদের ফুটবলারদের। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। তবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল খেলোয়াড়দের। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ধারাবাহিকতা।
তারপর একের পর এক শক্তিশালী দলের কাছে আটকে যেতে হয়েছিল নিজামের শহরের দলকে। যা ভালোভাবে নেয়নি সমর্থকরা। তবে দল খুব একটা সক্রিয়তা না দেখালেও একক দক্ষতায় সকলকে চমকে দিয়েছিলেন এডমিলসন কোরিয়া থেকে শুরু করে মনোজ মহম্মদ এবং সাই গডার্ডের মতো ফুটবলাররা। স্বাভাবিকভাবেই নতুন বছরের জন্য তাঁদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল একাধিক ফুটবল ক্লাব। যা চূড়ান্ত ও হতে দেখা গিয়েছিল পরবর্তীতে। পাশাপাশি শোনা যাচ্ছিল যে নয়া সিজনে হয়তো অন্য শহরের হয়েই আইএসএলে দল নামাবে ম্যানেজমেন্ট। সেটাই হয়েছে এবার। চলতি সুপার কাপে নয়া দল হিসেবে আত্মপ্রকাশ করেছে স্পোর্টিং ক্লাব দিল্লি।
দিনকয়েক আগেই মুম্বাই সিটি এফসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলে ফেলেছে এই ফুটবল দল। গতবার হায়দরাবাদ এফসির (Hyderabad FC) হয়ে খেললেও এবার দিল্লির হয়েই নিজেদের মেলে ধরতে মরিয়া আন্দ্রেই আলবা থেকে শুরু করে অ্যালেক্স সাজিরা। তবে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) অনুপস্থিতি নিয়ে যথেষ্ট হতাশ এফসি গোয়ার বর্তমান কোচ মানোলো মার্কুয়েজ। উল্লেখ্য, গত কয়েক বছর আগে নিজামের শহরের এই ফুটবল দলের দায়িত্ব গ্ৰহনের মধ্যে দিয়েই ভারতীয় ফুটবল সার্কিটের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। সেবার তাঁর তত্ত্বাবধানে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। কিন্তু সময়ের পরিহাসে বদলেছে পরিস্থিতি।
এবার নিজের সোশ্যাল সাইট থেকে প্রাক্তন দল নিয়েই স্মৃতিচারণ করলেন মানোলো। হায়দরাবাদ এফসির (Hyderabad FC) আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরের মুহূর্তে ড্রেসিং রুমের একটি ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ খুবই দুঃখের বিষয়, যে ক্লাবটি আমাকে ভারতে আমার অবিস্মরণীয় অভিজ্ঞতা শুরু করার সুযোগ করে দিয়েছিল, তার অস্তিত্ব এখন নেই। কিন্তু হায়দরাবাদ অফিসিয়ালদের সাথে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করে নিতে পেরে আমি গর্বিত। সেই দিনগুলো আমি কখনও ভুলব না।’


