গত বুধবার ভারতীয় সময় রাত পৌনে বারোটায় এএফসির ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। রিয়াদের বুকে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী আল নাসেরেয সঙ্গে। বর্তমানে যে দলের সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্ব ফুটবলের একাধিক নক্ষত্র। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি জোয়াও ফেলিক্স ও সাদিও মানের মতো দাপুটে ফুটবলার বর্তমানে আল নাসেরের সঙ্গে যুক্ত। তাঁদের উপস্থিতিতে দলের পারফরম্যান্স যে কতটা ভয়ঙ্কর হতে পারে এএফসির টুর্নামেন্টে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এসিএল টায়ার টুয়ের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের এই ম্যাচে নিজেদের ঘরের মাঠে বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছে আল নাসের। জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা এবং সন্দেশ ঝিঙ্গানদের মত ফুটবলাররা বেশ কয়েকবার আক্রমাত্মক হয়ে উঠলেও কাজের কাজ কিছুই করতে পারেনি। হিসাব অনুযায়ী দেখলে টানা একের পর এক ম্যাচ পরাজয়ের ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল এফসি গোয়া (FC Goa)র। স্বাভাবিকভাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে অন্তত ভালো ফুটবল খেলে সকলের মন জয় করাই অন্যতম লক্ষ্য খেলোয়াড়দের।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে সেই কথাই জানিয়েছিলেন এফসি গোয়া (FC Goa)র ফুটবলাররা। পাশাপাশি আল নাসেরের মত শক্তিশালী দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা ভারতের এই ফুটবল ক্লাবের কাছে। এবার রিয়াদের সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন এফসি গোয়া (FC Goa)র কোচ মানোলো মার্কুয়েজ (Manolo Marquez)। তিনি বলেন, ‘ রিয়াদে এশিয়ার অন্যতম সেরা দল আল নাসেরের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা চমৎকার। ভারতীয় ফুটবলের জন্য এই ধরণের খেলাই প্রয়োজন। এই দলের খেলোয়াড়দের, কর্মীদের, সহ এই ব্যবস্থাপনার পাশাপাশি দলের সমর্থকদের জন্য আমি গর্বিত। গোয়া (FC Goa) অফিসিয়ালের অংশ হতে পেরে আমি ভাগ্যবান।’
গতবছর শুরুটা খুব একটা ভালো ছিল না এফসি গোয়া (FC Goa)র। ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলে ও আসেনি চূড়ান্ত সাফল্য। তবে পরবর্তীতে জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করেছিল গোয়া (FC Goa) শিবির। সেই সুবাদে এবার আন্তর্জাতিক মঞ্চে খেলার ছাড়পত্র পেয়েছিল ব্রাইসন ফার্নান্দেজরা। এই খেতাব ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য মানোলোর (Manolo Marquez) ছেলেদের।


