এই সিজনের জন্য অনেক আগে থেকেই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছিল ক্লাবগুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগের দলগুলিও খুব একটা পিছিয়ে ছিল না। তারপর ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক চমক দিতে শুরু করেছিল প্রত্যেকে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা গিয়েছে প্রতিটি ক্ষেত্রে। যেখানে পিছিয়ে ছিল না সুপার লিগ কেরালার দল গুলি।
ত্রিসূর ম্যাজিক এফসি থেকে শুরু করে কালিকটের মতো দল গুলির পাশাপাশি এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থেকেছে মালাপ্পুরম এফসি। সময়ের সাথে সাথেই চমক দিতে শুরু করেছিল একের পর এক ফুটবল দল। বলাবাহুল্য, দল বদলের বাজারে একাধিকবার উঠে আসতে শুরু করেছিল এই দল গুলির নাম। শেষ কয়েক বছরে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগের বহু ফুটবলার যুক্ত হয়েছেন এই টুর্নামেন্টে। এমনকি কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের বহু প্রাক্তন ফুটবলার অংশ নিয়েছেন দক্ষিণের এই ফুটবল লিগে।
বর্তমানে এই ফুটবল টুর্নামেন্টে যথেষ্ট সক্রিয়তা রয়েছে মালাপ্পুরমের। তবে এসবের মাঝেই সকলকে চমকে দিয়েছে কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত। জানা গিয়েছে, দলের এবারের কোচ মিগুয়েল কোরালের (Miguel Corral) সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, এবারের এই মরসুমে এখনও পর্যন্ত তিনটে জয়ের পাশাপাশি একটি ড্র রয়েছে মালাপ্পুরমের। যারফলে লিগ টেবিলের চতুর্থ স্থানে ছিল এই ফুটবল ক্লাব। তবে মিগুয়েলের (Miguel Corral) অবর্তমানে এই মুহূর্তে দলের দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন কোচ ক্লিওফাস্ট্র অ্যালেক্স।
পরবর্তীতে এবার কার হাতে ওঠে দলের দায়িত্ব এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই ফুটবল দলে যোগদান করেছেন ভারতীয় তারকা ইশান পন্ডিতা। যেটা নিঃসন্দেহে বিরাট বড় চমক ছিল সকলের কাছে। কিন্তু এবার কোচের সঙ্গে চুক্তি ছিন্ন করা রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে।
