
ফুটবলপ্রেমীর অপেক্ষার প্রহর প্রায় শেষ। ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)। এই খবরেই তিলোত্তমার উৎসাহ ছিল তুঙ্গে। তার মাঝেই নতুন ঢেউ তুললেন শাহরুখ খান। শোনা যাচ্ছিল, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সঙ্গে থাকতে পারেন বলিউড বাদশা। এবার সেই জল্পনাই সত্যি প্রমাণ করলেন স্বয়ং কিং খান।
সাফ চ্যাম্পিয়নশিপে করাচিকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল
বৃহস্পতিবার নিজস্ব এক্স হ্যান্ডেলে শাহরুখ আকার-ইঙ্গিতে জানিয়ে দিলেন, তিনিও হাজির থাকছেন ১৩ ডিসেম্বরের মহামঞ্চে। খানিকটা ফিল্মি ঢঙেই তিনি লিখলেন, “এবার কলকাতায় ‘নাইট প্ল্যান’ করছি না…, বরং দিনেই ‘মেসি রাইড’ হবে।” এরপরই ধোঁয়াশা কাটিয়ে যোগ করেন, “১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।”
This time round not planning my Knight in Kolkata…. and hoping the day Ride is completely ‘Messi’.
See you guys on the 13th at the Salt Lake Stadium.— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2025
এই বার্তায় যেন রীতিমতো বিস্ফোরণ ঘটল অনুরাগীদের উচ্ছ্বাসে। ফুটবলের ঈশ্বর মেসি এবং বলিউডের সম্রাট শাহরুখ, দুই বিশ্বস্তরের আইকনকে একসঙ্গে একই মঞ্চে দেখার সুযোগ নিঃসন্দেহে শহরবাসীর কাছে ‘বড়দিনের আগাম উপহার’।
মেসি সফর: তিন দিনে চার শহর
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন আর্জেন্টাইন জাদুকর। প্রথম গন্তব্য কলকাতা, এরপর হায়দরাবাদ, মুম্বই ও নয়াদিল্লি। তাঁর সফরের কেন্দ্রবিন্দু ‘গোট কনসার্ট’, ইডেন গার্ডেন্সে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে এসেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
শেষ মুহূর্তের আপডেট অনুযায়ী স্বশরীরে নয় নিরাপত্তার কারণে হোটেলে বসে ভার্চুয়ালি লেকটাউনে নিজের মূর্তির উদ্বোধন করবেন মেসি। সময় মিললে যোগ দেবেন আরও একটি বিশেষ অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শাহরুখ খান এমনিতেই বাংলার ‘ঘরের ছেলে’। অন্যদিকে মেসি বিশ্বফুটবলের অমর ইতিহাস। তাদের উপস্থিতি একই মঞ্চে, এ যেন রাজপথে তারার মেলা। ক্রীড়াপ্রেমী ও সিনেমাপ্রেমী উভয়েরই উত্তেজনার পারদ ছুঁইছুঁই। এই নিয়ে ভক্তদের রসিক মন্তব্য “এ বার বড়দিনে স্যান্টা হিসাবে হাজির হচ্ছেন শাহরুখ!”










