HomeSports NewsFootballভারত সফর বাতিল মেসির! হতাশ লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী

ভারত সফর বাতিল মেসির! হতাশ লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী

- Advertisement -

কেরলে মেসিকে (Lionel Messi) দেখতে প্রস্তুত লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী। জওহরলাল নেহরু স্টেডিয়ামে তার আগমন উপলক্ষে চলছিল জোর কদমে প্রস্তুতি। খরচ হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। বসানো হয়েছে নতুন ফ্লাডলাইট, বদলানো হয়েছে আসন, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সবই শুধুমাত্র ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে স্বাগত জানানোর জন্য। কিন্তু শেষমেশ সেই স্বপ্নে জল ঢালতে চলেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (AFA)। নভেম্বরে কেরলে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার প্রীতি ম্যাচটি বাতিল হতে চলেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও AFA সূত্রে জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে একাধিক শর্ত পূরণ করা যায়নি। ফলে চুক্তি বাতিল করে পুনরায় সময়সূচি তৈরির সিদ্ধান্ত নিয়েছে AFA। তারা জানিয়েছে, “আমরা নভেম্বরেই ম্যাচটি করতে চেয়েছিলাম। ভারত সফরের জন্য এক প্রতিনিধি দলও গিয়েছিল মাঠ ও হোটেল পরিদর্শনে। কিন্তু ভারতীয় পক্ষের তরফে নির্ধারিত শর্তগুলি পূরণ করা যায়নি। তাই আপাতত ম্যাচটি স্থগিত রাখা হয়েছে।”

   

সূত্র অনুযায়ী, আর্জেন্টিনার একমাত্র নিশ্চিত ম্যাচ নভেম্বর মাসে অ্যাঙ্গোলার বিরুদ্ধে। সেটি হবে লুয়ান্ডার ‘11 de Noviembre’ স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচের খোঁজ চলছে আফ্রিকার কাছাকাছি কোনও দেশে। মরক্কো হতে পারে সেই বিকল্প, যারা ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে এবং বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে অবস্থান করছে।

ভারত সফর একেবারে বাতিল নয়?

যদিও পুরোপুরি হতাশ হওয়ার কারণ নেই। AFA জানিয়েছে, চুক্তি পুনর্গঠন করে ২০২৬ বিশ্বকাপের আগে মার্চ মাসে ভারত সফরের নতুন পরিকল্পনা করা হতে পারে। সেই সফরের আগে স্পেনের বিরুদ্ধে ‘ফিনিলিসিমা’ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেটি কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে মেসি (Lionel Messi) বিশ্বকাপ জিতেছিলেন।

এশিয়া কাপে বিপর্যয়ের পর শাস্তির মুখে পাক অধিনায়ক!

আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের এক কর্তা বলেন, “মার্চে যদি স্পেনের বিরুদ্ধে ম্যাচ হয়, তাহলে ভারতের ম্যাচটিও এক সপ্তাহের মধ্যে রাখা হতে পারে।”

কেরলের প্রস্তুতি বিফলে?

কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান এই সফরের কথা প্রথম ঘোষণা করেছিলেন। এরপর থেকেই কেরলে তৈরি হতে থাকে উৎসবের পরিবেশ। স্টেডিয়ামে আধুনিকীকরণ কাজ থেকে শুরু করে স্থানীয় দোকানপাট এক মাস বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়। এমনকি টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছিল।

তবে কেরলের আয়োজক সংস্থা ‘রিপোর্টার টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন ম্যাচ বাতিলের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “আমাদের কাছে কোনও বাতিলের বার্তা আসেনি। আর্জেন্টিনা ‘এ’ দল কেরলে খেলতে আসবে।”

কলকাতা ও অন্যান্য শহরে মেসির কনসার্ট?

আপাতত একমাত্র নিশ্চিত খবর, মেসি আগামী ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অংশ নেবেন ‘গোট কনসার্ট’। এটি তাঁর সম্মানে আয়োজিত এক অনুষ্ঠান। এরপর মেসি দিল্লি, মুম্বই সফরেও যাবেন বলে জানা গিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular