‘মেসি ভগবান’কে ফ্রেম বন্দি করতে ভিন্ন রাজ্যের বাসিন্দারা, ২ নং গেটে একী কান্ড?

lionel-messi-india-goat-tour-2025-fans-celebration

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi) এবার ভারতের মাটিতে পা রাখছেন। তিন দিনে চার শহরে কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি সফর করে দেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে সরাসরি দেখা করবেন এই তারকা। মাঠের অনুষ্ঠান, সেলিব্রিটি মিট-অ্যান্ড-গ্রিট, ফ্যাশন শো থেকে প্রদর্শনী ম্যাচ সব মিলিয়ে পুরো সফর জমজমাট এবং প্রতিটি মুহূর্তেই ভক্তদের জন্য এক বড় আকর্ষণ।

তিলোত্তমায় মেসির সাড়ে ১২ ঘণ্টার সফরে ঠাসা কর্মসূচি, কি থাকছে বিশেষ চমক?

গত সপ্তাহের শেষ থেকেই শুরু হয় টিকিট রিডেমশন প্রক্রিয়া। শেষ দিনে টিকিট রিডেমশন করতে আসা ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলকাতার যুবভারতী স্টেডিয়ামের চারপাশে ভিন্ন রাজ্য থেকে আগত মেসি ভক্তদের দেখা মিলেছে।

   

এদিন দেদারে বিক্রি হচ্ছে মেসির ছবি আঁকা আর্জেন্টিনার জার্সি, যেখানে লেখা ‘Welcome Messi’। পাশাপাশি ইস্ট-মোহনের সঙ্গে আর্জেন্টিনার জার্সি, যার দাম ৩০০ টাকা। এক বিক্রেতা জানান, “এই কয়েক দিন জার্সির বিক্রি বেশ ভালো হয়েছে। মেসি আসছেন, তাই আশা করছি অনুষ্ঠানের দিন আরও বেশি বিক্রি হবে।”

lionel-messi-india-goat-tour-2025

এক ক্রেতা জানান, “মেসি আমাদের ভগবান। তাকে চোখের সামনে দেখা, তার জার্সি পড়া, দুইটাই আমার জন্য বড় প্রাপ্য। আমরা এটি মিস করতে পারি না।”

স্টেডিয়াম নয় ঘরে বসে কী ভাবে দেখবেন ‘মেসি ম্যাজিক’? রইল বিস্তারিত

টিকিট রিডেমশন করতে আসা ভক্তদের মধ্যে কলকাতার বাসিন্দা নন এমন যুগলও ছিলেন। ওডিশা থেকে আসা তারা বলেন, “আমরা মেসির ভক্ত। ভগবানকে সামনে থেকে দর্শন করার জন্যই এখানে এসেছি।”

মনিপুর থেকে আসা সাদানন এবং আসাম থেকে আসা মাউন্টেন ও মীরা সহ আরও অনেক ভক্তের উপস্থিতি নজর কেড়েছে। শিলং থেকে ৩০ জন বন্ধুর একটি গ্রুপও এখানে এসেছেন। তাদের মধ্যে ড্যানি জানান, “সব ফুটবলারের মধ্যে মেসিই সেরা। যদি মেসি আরও কিছুক্ষন স্টেডিয়ামে থাকতেন, আমাদের আনন্দ আরও বেশি হতো।”

lionel-messi-goat-tour-2025

মেসির খোঁজে বাগানের এই দুই বিদেশি, প্রাক্তন ছাত্রকে নিয়ে চুপ গুরু লোবেরা

যুবভারতীর ২ নং গেটের সামনে কেরালা থেকে আসা অ্যান্ড্রুম্যান মেসির স্টিকার বিক্রি করছিলেন। তিনি জানান, “আমি কয়েক বছর ধরে এই স্টিকারগুলো সংগ্রহ করেছি। কিছু ডিজাইন আমি নিজেই বানিয়েছি। মেসির কেরালা সফর বাতিল হওয়ায় কলকাতায় এসেছি। ছোটবেলা থেকেই মেসি আমার প্রিয় ফুটবলার।”

lionel-messi-goat-tour-2025

এভাবে মেসি আসার আগেই কলকাতা শহর মেসি উচ্ছ্বাসে মাতোয়ারা। প্রতিটি কোণায় ফুটবলপ্রেমীরা, জার্সি ও স্টিকার হাতে তাদের প্রিয় তারকা দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন