
লিয়োনেল মেসি আসছেন কলকাতায়। আর্জেন্টিনার ‘রাজপুত্র’কে (Football) বরণ করতে প্রস্তুত মহানগর। সল্টলেক স্টেডিয়ামের অদূরে তৈরি হয়ে গিয়েছে ব্যতিক্রমী এক আকর্ষণ, ‘হোলা মেসি’ ফ্যান জোন। মায়ামির আবহ এনে মেসিকে স্বাগত জানানোর অভিনব চেষ্টা শহরের সমর্থকদের।
SIR আবহে বিহারে শূন্য পেয়ে বাংলাকে টার্গেট করছে বিজেপির ‘বি-টিম’!
স্টেডিয়ামের পাশের একটি হাউজিং কমপ্লেক্সে তৈরি করা হয়েছে মেসির বাড়ির প্রতিকৃতি। সেখানে বারান্দায় বসে যেন পরিবারের সঙ্গে শান্ত বিকেল কাটাচ্ছেন মেসি। রয়েছেন স্ত্রী আন্তোনেয়া রোকুজো, তিন ছেলেও মাতেয়ো, থিয়াগো, সিরো। দর্শকদের জন্য এটি যেন ছবির মতো এক অভিজ্ঞতা।
ফ্যান জোনের ভেতরে রয়েছে এক বিশেষ সংগ্রহশালা। চোখে পড়বে মেসির উজ্জ্বল ফুটবল-জীবনের প্রতীকী ট্রফিগুলির প্রতিকৃতি— লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, বালঁ দ্যর, সোনার বুট এবং বিশ্বকাপের প্রতিকৃতি
মাঝের অংশে সাজানো হয়েছে ৮৯৬ ফুটবল, মেসির ফুটবল-জীবনে এ পর্যন্ত মোট গোলের সংখ্যা। পাশাপাশি রয়েছে ২০০ মিটার লম্বা এলইডি স্ক্রিন, যেখানে চলবে তাঁর দুর্দান্ত সব মুহূর্তের ভিডিও।
গত ৯ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে এই ‘হোলা মেসি ফ্যান জোন’। মাত্র ১০ টাকা প্রবেশমূল্যের বিনিময়ে দর্শকরা সারা দিন ঘুরে দেখতে পারবেন সবকিছু। প্রতিদিনই আয়োজন করা হচ্ছে আলোচনা সভা, অনুষ্ঠান এবং ফুটবলকে কেন্দ্র করে নানা কর্মকাণ্ড।
উদ্যোক্তারা বলছেন এই স্বপ্নের ফ্যান জোনের দুই নির্মাতা উত্তম সাহা এবং তাঁর ছেলে প্রজ্ঞান। প্রজ্ঞানের কথায়, “আমরা মেসিকে অসাধারণভাবে ভালোবাসি। ২০০২ সাল থেকে ওঁকে সমর্থন করছি। মাঠে ওঁর অর্জন যেমন অনন্য, মাঠের বাইরেও তাঁর ব্যক্তিত্ব অনন্য। দ্বিতীয়বার আমাদের শহরে আসছেন মেসি। তাই তাঁকে দু’হাতে স্বাগত জানানো আমাদের দায়িত্ব।”
শুক্রবার ভোররাতেই কলকাতা বিমানবন্দরে নামবেন মেসি। তাঁকে ঘিরে উৎসাহ, উত্তেজনা তুঙ্গে। ‘হোলা মেসি’ ফ্যান জোন যেন তারই প্রতিচ্ছবি—শহরের ভালোবাসা, আবেগ আর বিশ্বমানের ফুটবল নায়কের প্রতি অগাধ শ্রদ্ধার এক অনন্য প্রকাশ।










