গত ১৪ই অক্টোবর এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় লেগের এই ম্যাচে নিজেদের দেশের মাটিতে লড়াই করতে হয়েছিল শক্তিশালী সিঙ্গাপুর ফুটবল দলের সঙ্গে। বলাবাহুল্য, এবারের এই বাছাইপর্বে শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে সিঙ্গাপুর। প্রথম থেকেই তাঁরা আটকে দিচ্ছিল একের পর দেশকে। সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতের সাথে লড়াই করেছিল দলের ফুটবলাররা। প্রথম লেগে তাঁদের দেশের মাটিতে এগিয়ে থেকে ড্র করতে হলেও দ্বিতীয় লেগে তাঁরা আটকে দেয় ব্লু-টাইগার্সদের। তবে ম্যাচের শুরুটা ছিল একেবারেই অন্যরকম।
সেদিন জয় পাওয়ার মনোভাব নিয়েই মাঠে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা। প্রথম থেকেই তাঁদের ঘন ঘন আক্রমণ চাপে ফেলে দিচ্ছিল সিঙ্গাপুরকে। যারফলে গোল তুলে নিতে ও খুব একটা সমস্যা হচ্ছিল না তাঁদের। ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই লালিয়ানজুয়ালা ছাংতের (Lallianzuala Chhangte) গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। তাঁর দুরপাল্লার শটের সামনে পরাস্ত হয়ে হয়েছিল প্রতিপক্ষের গোলরক্ষককে। তারপর থেকেই আক্রমণে আরও চাপ বাড়িয়েছিল ভারত। কিন্তু সেই অগ্ৰগমন বেশিক্ষণ বজায় রাখা সম্ভব হয়নি। প্রথমার্ধের শেষ লগ্নেই গোল করে সমতায় ফিরেছিল প্রতিপক্ষ দল।
তবে সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল সুনীল ছেত্রীরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চতুর্থ কোয়ার্টারের শেষের দিকেই ফের গোল হজম করতে হয়েছিল ভারতকে। এবার দ্বিতীয় গোল করে যান সং ইউ ইয়ং। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্লু-টাইগার্স। ঘরের মাঠে পরাজিত হওয়ার ফলে এবারের এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাই করা কার্যত অসম্ভব হয়ে গেল ভারতের জন্য। সেই নিয়ে যথেষ্ট হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। এবার সমর্থকদের উদ্দেশ্যে নিজের সোশ্যাল সাইটে বিশেষ বার্তা দিলেন ছাংতে (Lallianzuala Chhangte)।
This one hurts. We know what this meant, for us and for everyone who believed. We gave everything, but sometimes football reminds you that effort doesn’t always bring the result you deserve but that’s the beauty and the pain of the game!
Still, I thank my Lord and Saviour Jesus… pic.twitter.com/Gla9vsFuVE— Lallianzuala Chhangte (@lzchhangte7) October 15, 2025
গত সিঙ্গাপুর ম্যাচ প্রসঙ্গে তিনি লেখেন, ” এটা কষ্টের। আমরা জানি এর অর্থ কী, আমাদের জন্য এবং যারা বিশ্বাস করেছিল তাঁদের সকলের জন্য। আমরা সবকিছু দিয়েছি, কিন্তু কখনও কখনও ফুটবল আপনাকে মনে করিয়ে দেয় যে প্রচেষ্টা সবসময় আপনার প্রাপ্য ফলাফল বয়ে আনে না, তবে এটাই খেলার সৌন্দর্য এবং বেদনা! তবুও, আমি আমার প্রভু এবং ত্রাণকর্তা যীশুকে তাঁর অনুগ্রহের জন্য, এগিয়ে যাওয়ার শক্তির জন্য এবং এই জার্সি পরার সম্মানের জন্য ধন্যবাদ জানাই।”