১২৫তম আইএফএ শিল্ড ফাইনাল (IFA Shiled Final) ঘিরে শহরে বইছে উত্তেজনার হাওয়া। ডার্বি ম্যাচের ঠিক আগের দিন, কলকাতার রাজপথে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড কার্নিভাল (IFA Shield Carnival)। আইএফএফের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেন ফুটবলপ্রেমীদের (Mohun Bagan SG vs East Bengal) জন্য ছিল এক আবেগঘন যাত্রা।
ধর্মতলা থেকে যাত্রা শুরু করে সুসজ্জিত বাস দক্ষিণ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পাটুলি ফুড পার্কে এসে শেষ হয়। ঐতিহ্যবাহী শিল্ডকে কেন্দ্র করে সাজানো বাসে ছিলেন দুই প্রধান দলের একঝাঁক প্রাক্তন ফুটবলার। তাঁদের দেখে আবেগে ভেসেছেন রাস্তার দুই ধারে থাকা অগুনতি সমর্থকরা।
বাসে উপস্থিত ছিলেন আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, রহিম নবি, ডেনসন দেবদাস, দীপক মন্ডল, অসীম বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, দীপঙ্কর রায়, অর্ণব মন্ডল ও সৌমিক দে। এই তারকা ফুটবলারদের দেখতে রাস্তার পাশে ভিড় জমায় হাজার হাজার মানুষ।

শোভাযাত্রার শেষে পাটুলি ফুড পার্কে আয়োজিত হয় এক জমজমাট টক শো। সেখানে ফুটবলাররা ভাগ করে নেন তাঁদের স্মৃতি, ডার্বি অভিজ্ঞতা ও শিল্ড ঘিরে নানা অনুভূতি। উপস্থিত ছিলেন আইএফএ-র সহ-সভাপতি দিলীপ নারায়ণ সাহাও।
টক শোর পাশাপাশি আয়োজিত হয় এক ফুটবল কুইজ। সাধারণ দর্শকদের মধ্য থেকে যাঁরা সঠিক উত্তর দেন, তাঁদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ১২৫তম আইএফএ শিল্ড ফাইনালের টিকিট। এই কার্নিভাল শুধুমাত্র একটুকরো বিনোদন নয়, বরং ডার্বির আগে ফুটবলপ্রেমীদের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার এক বিরল সুযোগ। জানা গিয়েছে, আগামীকাল একই ধরণের শোভাযাত্রা আয়োজিত হবে উত্তর কলকাতার বিভিন্ন অংশে। আর তার মধ্য দিয়েই এক ঐতিহাসিক ফাইনালের জন্য তৈরি হবে গোটা শহর।
Kolkata Derby in Mohun Bagan SG vs East Bengal of IFA Shiled Final


