কোথায় ও কীভাবে দেখা যাবে আইএফএ শিল্ড ফাইনাল? জানুন

Kolkata Derby 2025 Live IFA Shield Final

গত তিন বছরের অপেক্ষার পর ফের শুরু হয়েছে আইএফএ শিল্ড (IFA Shield)। ডুরান্ড কাপের পর এবার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নিয়ে মাতোয়ারা সকলে। চলতি বছরের অক্টোবর থেকেই শুরু হয়েছে ১২৫ তম আইএফএ শিল্ড। যেখানে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ময়দানের দুই প্রধান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আইলিগের শক্তিশালী ফুটবল শ্রীনিধি ডেকান এফসির বিপক্ষে খেলতে নেমেছিল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের তুলনায় ধারে ভারে অনেকটাই এগিয়ে ছিল মশাল ব্রিগেড। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। সম্পূর্ণ সময়ের শেষে চারটি গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল দল।

Advertisements

অন্যদিকে নিজেদের দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়েই শিল্ড শুরু করে মোহনবাগান। চারটি গোলের ব্যবধানে তাঁরা ও জয় ছিনিয়ে নিয়েছিল প্রথম ম্যাচে। এক্ষেত্রে তাঁরা পরাজিত করেছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসিকে। আইলিগের দলের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছিল জেসন কামিন্সদের। তারপর সেই ধারা বজায় রেখেই গত কয়েকদিন আগে তাঁরা পরাজিত করে লালকমল ভৌমিকের ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। অন্যদিকে, নামধারী এফসিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে আসে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব।

এবার সম্মুখ সমর। হাতে রয়েছে মাত্র কিছু ঘন্টা। তারপর রাত পোহালেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। সেই নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে দুই প্রধানের সমর্থকদের মধ্যে। আগামীকাল সন্ধ্যা ৬ টায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই প্রধানের দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে বাংলার সকল ফুটবলপ্রেমী মানুষ। বলাবাহুল্য, মরসুমের এই তৃতীয় ডার্বি জয়ী দলের হাতেই উঠবে আইএফএ শিল্ড। যারফলে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই ফুটবল ম্যাচ। কিন্তু কোথায় সম্প্রচারিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ? বলাবাহুল্য, এই টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ গুলির মত এবারও সম্প্রচারের দায়িত্বে থাকছে এসএসইএন।

Advertisements

এক্ষেত্রে ৪৯ টাকার সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচ উপভোগ করতে পারবেন পুরনো গ্ৰাহকরা। অন্যদিকে, ৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচ পাস সংগ্রহের সুযোগ থাকছে নতুন গ্ৰাহকদের কাছে। যারফলে মাঠে যাওয়া সম্ভব না হলেও নিজেদের সুবিধা মতো অনলাইনে ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে বাংলার সকল ফুটবলপ্রেমীদের কাছে।