বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে খালিদের বিদেশি চমক, সঙ্গে ইস্টবেঙ্গলের ৪

এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে হতাশাজনক হার ভারতের (Indian Football Team) মূল পর্বে ওঠার সম্ভাবনাকে কার্যত শেষ করে দিয়েছে। ঠিক এমন সময়েই বাংলাদেশের বিরুদ্ধে ঢাকার…

khalid-jamil-announced-indian-football-team-squad-with-ryan-williams-against-bangladesh

এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে হতাশাজনক হার ভারতের (Indian Football Team) মূল পর্বে ওঠার সম্ভাবনাকে কার্যত শেষ করে দিয়েছে। ঠিক এমন সময়েই বাংলাদেশের বিরুদ্ধে ঢাকার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। তবুও দল নির্বাচনে চমক রেখেছেন ভারতের নতুন হেড কোচ খালিদ জামিল। প্রথমবারের মতো ভারতীয় দলে জায়গা পেলেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস। তার উপস্থিতি কিছুটা হলেও ‘হামজা চৌধুরী ইফেক্ট’র জবাব দিতে পারে বলে মনে করছে অনেকে।

বিদেশি রঙে সাজানো ভারতীয় স্কোয়াড

বাংলাদেশের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী খেলায়, ভারতীয় শিবিরও তাই ‘বিদেশি-রঙে’ নিজেদের সমীকরণ সাজাতে চেয়েছে। কিন্তু রায়ানের মাঠে নামা এখনও অনিশ্চিত। কারণ, তাঁর পুরোপুরি ভারতীয় জার্সিতে মাঠে নেমে খেলার জন্য প্রয়োজন ফুটবল অস্ট্রেলিয়ার ছাড়পত্র। শেষ মুহূর্তে অনুমতি মিললে তবেই বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে দেখা যাবে। যদিও তাকে সঙ্গে নিয়েই ঢাকায় যাবে ভারতীয় দল।

   

তরুণদের ভরসায় খালিদ

২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ মুখ। বাংলা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন রহিম আলি—সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে যিনি ভারতের হয়ে গোল করেছিলেন। তাঁর ধারাবাহিকতা এবারও দলে রাখার পক্ষে গেছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, মোহনবাগান থেকে কেউই নেই। শুভাশীষ বোস সহ জনপ্রিয় বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে বাইরে রেখে কোচ স্পষ্ট বার্তা দিয়েছেন পরীক্ষানিরীক্ষার মঞ্চটাই তিনি তৈরি করতে চান।

ঢাকার ম্যাচটি ভারতীয় দলের জন্য যদিও ফলাফলের চাপহীন, তবুও রায়ান উইলিয়ামসের সম্ভাব্য অভিষেক ও তরুণদের পারফরম্যান্স দেখতে আগ্রহী ফুটবল-পাগল দুই দেশের সমর্থকেরাই। অন্যদিকে হামজা চৌধুরীর নেতৃত্বে সাজানো বাংলাদেশের মিডফিল্ডও ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

২৩ সদস্যের ভারতীয় দল :

গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালটে, জয় গুপ্তা, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, এডমুন্ড লালরিন্দিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস