HomeSports NewsFootballদক্ষিণী স্টারদের বিদায় জানিয়ে সুপারের সেমিফাইনালে এই দল

দক্ষিণী স্টারদের বিদায় জানিয়ে সুপারের সেমিফাইনালে এই দল

- Advertisement -

কেরালা ব্লাস্টার্স এফসির সুপার কাপ (Super Cup 2025) অভিযান শেষ হল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ০-১ ব্যবধানে পরাজয়ের কারণে। ম্যাচের ৮৮ মিনিটে একটি আত্মঘাতী গোল বাধা হয়ে দাঁড়াল সেমিফাইনালের পথে। বিশেষ করে, ব্লাস্টার্স ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন খেলোয়াড় নিয়ে লড়াই করেছিল।

হেড কোচ ডেভিড কাতালা একটি পরিবর্তন এনেছিলেন। নিহাল সুদীশের জায়গায় তিয়াগো আলভেসকে খেলানো হয়। এই ম্যাচে প্রথমবারের মতো কেরালা তাদের সব ছয় বিদেশি খেলোয়াড়কে মাঠে নামায়। শুরু থেকেই ম্যাচটি ছিল তীব্র, উভয় দলই সুযোগ তৈরি করে। মুম্বাইয়ের জর্জ অর্টিজ প্রথমদিকে গোলের চেষ্টা করেছিলেন। অন্যদিকে আদ্রিয়ান লুনার পারফেক্ট থ্রু বোল তিয়াগো আলভেসকে সোনালি সুযোগ দেয়নি।

   

কেরালা ব্লাস্টার্স প্রান্তরেখায় সক্রিয় ছিল নোয়া সাদাউই এবং থিংগুজাম কোরু সিংর মাধ্যমে। কোল্ডো ওবিয়েতাও এক সংকীর্ণ কোণ থেকে শট দিয়েছিলেন, যা মুম্বাই গোলরক্ষক ফুরবা লাচেনপা থামান। ম্যাচের অর্ধেকের দিকে মুম্বাই ধীরে ধীরে আক্রমণ বাড়াতে থাকে। প্রথমার্ধের আগে সন্দীপ সিং দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

দশজন খেলোয়াড় নিয়ে দ্বিতীয়ার্ধে কেরালা প্রতিরক্ষামূলক রণনীতি নিয়েছিল। আইবানভা দোহলিং নোয়াকে প্রতিস্থাপন করে ডিফেন্স মজবুত করেন। গোলরক্ষক নোরা ফার্নান্দেস ৫৪ মিনিটে লালিয়ানজুয়ালার শট থামান। ব্লাস্টার্স সেট-পিস থেকে সুযোগ তৈরি করতে থাকে, হুয়ান রদ্রিগেজ’র হেড বলও মুম্বাই গোলরক্ষককে পরীক্ষা করে।

কাতালা ফ্রেডি লাল্লাওমাওমা, হুইড্রম নাওরেম এবং পরে নিহাল সুদীশকে খেলান। শক্তি বজায় রাখার জন্য। তবে ৮৮ মিনিটে মহম্মদ সাহিফ’র অনিচ্ছাকৃত ক্লিয়ারেন্স বল নিজের জালে গিয়ে ব্লাস্টার্সের প্রতিরোধ ভেঙে দেয়। শেষ পর্যন্ত কেরালা সমতা আনার চেষ্টা করলেও সফল হয়নি। এই ফলাফলে ব্লাস্টার্স গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শেষ করে, আর মুম্বাই সিটি এফসি সেমিফাইনালে পৌঁছায়।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular