ডেভিড কাতলার তুরুপের তাস হতে পারেন এই তারকা

Kerala Blasters Tiago Alves

গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ক্লাব গুলি। দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্টের দল তথা আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা অন্যান্য টুর্নামেন্ট। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে তৎপর ছিল প্রত্যেকেই। সেক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট এগিয়ে ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। পরবর্তীতে সক্রিয়তা দেখাতে শুরু করেছিল অন্যান্য দল গুলি। তবে খুব একটা পিছিয়ে ছিল না বাকিরা। সেক্ষেত্রে মাঝেমধ্যেই উঠে আসতে শুরু করেছিল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) নাম।

Advertisements

গত বছর সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের তত্বাবধানে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখেছিল দক্ষিণের এই ফুটবল দল। বলতে গেলে তাঁর নির্দেশ মতোই নিজেকে দেশি ও বিদেশি খেলোয়াড়দের চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত টানা একাধিক ম্যিচ পরাজিত হয়ে লিগ টেবিলের অনেকটাই নিচে চলে এসেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। এমন পরিস্থিতিতে স্ট্যাহরে সহ সকল সাপোর্টিং স্টাফেদের বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে ডেভিড কাতলার হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। কিন্তু সুপার কাপে খুব একটা সুবিধা করতে পারেনি কেরালা (Kerala Blasters)।‌

তবুও এই স্প্যানিশ কোচের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তাঁর নির্দেশ মতোই এবার ফুটবলারদের সই করিয়েছে আইএসএলের এই দল। যার মধ্যে অন্যতম হলেন টিয়াগো আলভেস। ভারতের ফুটবল ক্লাবের হয়ে খেলতে আসার আগে জাপানের ফুটবল লিগে খেলেছেন ঊনত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড। এছাড়াও ভার্জিম এফসি থেকে শুরু করে স্পোর্টিং সিপির মতো দলের হয়ে ও খেলেছিলেন তিনি। উইঙ্গার হিসেবে খেলার পাশাপাশি দলের প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ড হিসেবে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন এই তারকা। বলতে গেলে আসন্ন সুপার কাপে ডেভিডের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই ফুটবলার।

তাঁর প্রথম একাদশে থাকা নিঃসন্দেহে ব্যাপক চিন্তায় ফেলে দিতে পারে প্রতিপক্ষ দলকে। জাপানের পর ভারতীয় ফুটবল লিগে নিজেকে মেলে ধরতে চাইবেন আলভেস।