গত মরসুমে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল দক্ষিণের এই দল। কিন্তু তবুও খুব একটা ভালো পারফরম্যান্স করা সম্ভব হয়নি দলের পক্ষে। গতবারের ডুরান্ড কাপ হোক কিংবা দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ ওরফে আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই তথৈবচ পরিস্থিতি দেখা দিয়েছিল দক্ষিণের এই দলের। সবদিক নজরে রেখেই পরবর্তীতে এই বিদেশি কোচ সহ দলের সকল সাপোর্টিং স্টাফেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল দক্ষিণের এই দল। তারপর গত কলিঙ্গ সুপার কাপের আগে নয়া কোচ নিযুক্ত করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।
দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ডেভিড কাতলার হাতে। মনে করা হচ্ছিল এই নতুন কোচের হাত ধরেই হয়তো প্রথম সাফল্যের মুখ দেখবে দেশের এই প্রথম সারির ফুটবল দল। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দলকে হারানো সম্ভব হলেও আটকে যেতে হয়েছিল পরবর্তী ম্যাচে। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল আদ্রিয়ান লুনাদের। সেই নিয়ে যথেষ্ট হতাশা ছিল সমর্থকদের মধ্যে।
সেই অতীত ভুলে এই সিজনে ভালো পারফরম্যান্স করতে মরিয়া সকলে। তাই অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও থেকেছে যথেষ্ট চমক। বিগত কয়েক মাসে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করেছিল ম্যানেজমেন্ট। তাঁদের নিয়েই এবার সাফল্যের পথে এগোনোর পরিকল্পনা রয়েছে কেরালার (Kerala Blasters)। তবে শুধুমাত্র নতুন খেলোয়াড় দলে টানাই নয়। বেশ কিছু ফুটবলারদের ইতিমধ্যেই বিদায় জানিয়েছে এই দল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বিকাশ সিংয়ের (Bikash Singh) নাম।
কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই বিষয়টি জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। যেখানে এই ফুটবলারের ছবি আপলোড করে লেখা হয়েছে, ‘ক্লাবটি নিশ্চিত করতে পারে যে তাঁরা বিকাশ সিংয়ের (Bikash Singh) সাথে সম্পর্ক ছিন্ন করতে পারস্পরিকভাবে সম্মত হয়েছে।আমাদের সাথে থাকাকালীন তাঁর প্রচেষ্টা এবং পেশাদারিত্বের জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’ যদিও এবার কোথায় যোগদান করবেন সেটা স্পষ্ট হয়নি।


