গত সোমবার সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল স্পোর্টিং ক্লাব দিল্লি। লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানা ছিল সকলের। তবুও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল প্রত্যেকের। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল উভয় শিবিরের মধ্যে। তবে শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় দক্ষিণের এই দলটি। এই ম্যাচে জোড়া গোল পান কোল্ডো ওবিয়েতা। এবং একটি গোল করে যান কোরো সিং।
উল্লেখ্য, আক্রমণাত্মক ফুটবলের দরুন ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষের দিকে অর্থাৎ ১৮ মিনিটের মাথায় গোল করে যান ওবিয়েতা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল সকলের। তবে সেখানেই শেষ নয়। পাঁচ মিনিটের ব্যবধানে চলে আসে দ্বিতীয় গোল। ২৩ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে যান কোল্ডো ওবিয়েতা। তারপর ৩৪ মিনিটের মাথায় আসে তৃতীয় গোল। এবার নিজের প্রথম গোল করে যান কোরো সিং। যারফলে প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে যায় দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও চাপ বাড়িয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।
কিন্তু আর গোলের দেখা মেলেনি। যারফলে নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সম পর্যন্ত বজায় ছিল এক ফলাফল। এই জয়ের সুবাদে দুই ম্যাচে জয় পয়েন্ট নিয়ে সুপার কাপের গ্ৰুপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ডেভিড কাতলার ছেলেরা। পাশাপাশি সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে গেল আইএসএলের এই ফুটবল দলের। আগামী ৬ই নভেম্বর টুর্নামেন্টের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে কেরালা (Kerala Blasters)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি। এই ম্যাচ ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে কেরালা (Kerala Blasters)।



