একটা সময় আইএসএলে যথেষ্ট প্রভাব ফেলেছিল হায়দরাবাদ এফসি। এমনকি একবার খেতাব ও জয় করেছিল এই ফুটবল ক্লাব। কিন্তু গত কয়েক সিজন ধরে ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল দল। তার উপর ব্যাপকভাবে দেখা দিয়েছিল অর্থনৈতিক সমস্যা। এমন পরিস্থিতিতে দল ছাড়তে শুরু করেছিলেন কোচ সহ দলের একাধিক তারকা ফুটবলার। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব পেয়েছিলেন থাংবোই সিংটো। তাঁর নির্দেশেই গত মরসুম পর্যন্ত দল গঠনের কাজ করেছিল হায়দরাবাদ। কিন্তু হতাশাজনক পারফরম্যান্স থাকায় তাঁর সঙ্গে ও চুক্তি ছিন্ন করতে বাধ্য হয়েছিল ম্যানেজমেন্ট। তখন থেকেই শোনা যাচ্ছিল যে নয়া সিজনে হয়তো নিজেদের ভৌগলিক অবস্থান বদল করবে ম্যানেজমেন্ট।
সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল দিল্লির কথা। সেটাই চূড়ান্ত হয়েছে। এই নতুন মরসুম থেকেই দেশের রাজধানীর হয়ে খেলছে দল। এক্ষেত্রে স্পোর্টিং ক্লাব দিল্লির জার্সিতেই নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ অ্যালেক্স সাজি থেকে শুরু করে অন্যান্য ফুটবলারদের। কিছুদিন আগেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় বিদেশি কোচ টমাস টর্চজের হাতে। বলাবাহুল্য, এবারের এই সুপার কাপে নিজেদের সেরাটা দিয়ে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা ছিল স্পোর্টিং ক্লাব দিল্লির। কিন্তু সেটা সম্ভব হয়নি। ধাক্কা খেতে হচ্ছিল প্রথম থেকেই। গত কয়েকদিন আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল রাজধানীর এই ফুটবল ক্লাব।
সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তাঁদের। বিদেশি ফুটবলার আন্দ্রেই আলবা একটি মাত্র গোল করে ব্যবধান কমাতে সক্ষম হলেও সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। এই পরাজয়ের পর থেকেই টুর্নামেন্টে টিকে থাকা কার্যত কঠিন হয়ে উঠেছিল দিল্লি শিবিরের কাছে। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। আজ দ্বিতীয় ম্যাচে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিপক্ষে খেলতে নেমেছিল দিল্লি দল। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হয় কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছে।
😉👌🏻#KeralaBlasters #KBFC #TogetherWeFight #AIFFSuperCup #KBFCSCD pic.twitter.com/AVUuFE1jMt
— Kerala Blasters FC (@KeralaBlasters) November 3, 2025
>
সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। টানা দুইটি ম্যাচ পরাজয়ের ফলে গ্ৰুপের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে দিল্লি ব্রিগেড। আগামী ৬ই নভেম্বর গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে স্পোর্টিং ক্লাব দিল্লি। অন্তত জয় দিয়েই এবার সুপার কাপ শেষ করার লক্ষ্য থাকবে দলের প্রত্যেক ফুটবলারদের।


