শেষ কয়েক সিজন ধরে দারুন ছন্দে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। গতবারের মতো এবারও ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের। তাছাড়াও এই সিজনের প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন মরোক্কান গোলমেশিন আলদিন আজারাই। তাঁর দৌলতে খুব সহজেই সাফল্যের ধারা বজায় রেখেছে পাহাড়ের এই ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। হাতে রয়ে গিয়েছে আর কিছুদিন। তারপরেই অক্টোবরের শেষের দিকে শুরু হতে চলেছে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। সেই টুর্নামেন্টে ও নিজেদের সেরা প্রমান করার লক্ষ্য থাকবে হুয়ান পেদ্রো বেনালির (Juan Pedro Benali) ছেলেরা।
সেইমতো নিজেদের প্রস্তুতি ও শুরু করে দিয়েছে গোটা দল। শেষ মরসুমে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার সুপার কাপ জিতে এএফসির মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পেতে চাইবে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। সেজন্য, এবারের ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক ফুটবলারদের দলে টেনেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। তাঁদের নিয়েই সাফল্যের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর পাহাড়ের এই ফুটবল দল।
Aprons on, tactics off!
Our coaches took over the cafeteria kitchen! 🍤🍚🍳#StrongerAsOne #8States1United #WorldFoodDay pic.twitter.com/NvBf8WwSPv— NorthEast United FC (@NEUtdFC) October 16, 2025
তবে এসবের মাঝেই এবার অন্য মেজাজে ধরা দিলেন নর্থইস্ট কোচ হুয়ান পেদ্রো বেনালি। বেশকিছু ঘন্টা আগে সোশ্যাল সাইটে দেখা যায় একটি অভিনব ভিডিও। যেখানে এবার রাঁধুনির ভূমিকায় দেখা গেল এই স্প্যানিশ কোচকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যেখানে চিংড়ি ও ডিমের ছোঁয়ায় খাবারের একটি বিশেষ পদ তৈরি করতে দেখা যায় দুইবারের ডুরান্ড জয়ী কোচকে। যা নিঃসন্দেহে ব্যাপক নজর কেড়েছে সকলের। মাঠের পাশাপাশি মাঠের বাইরে ও বেনালির সক্রিয়তা যথেষ্ট খুশি করেছে সমর্থকদের।