HomeSports NewsFootballসমর্থকদের অসন্তোষের মধ্যেই ডার্বি যুদ্ধ, শান্তির বার্তা বাগান কোচের!

সমর্থকদের অসন্তোষের মধ্যেই ডার্বি যুদ্ধ, শান্তির বার্তা বাগান কোচের!

- Advertisement -

আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে মোহনবাগান (Mohun Bagan SG) শিবিরে চাপা উত্তেজনা। পরপর দুই ম্যাচ জিতেও শান্তি নেই শিবিরে। কারণ মাঠের বাইরের পরিস্থিতি। ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ শেষে সমর্থকদের প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় মোহনবাগান ফুটবলারদের। হোসে মোলিনা সহ গোটা দলকে বেশ কিছুক্ষণ স্টেডিয়ামে আটকে থাকতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, এমন ঘটনার সাক্ষী থাকতে হয় গোটা দলকে।

এমন পরিস্থিতিতে দলের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থনের আবেদন জানালেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। তিনি বলেন, “দয়া করে অন্তত ৯০ মিনিটের জন্য সবকিছু ভুলে মাঠে এসে দলকে সমর্থন করুন। ফাইনালে যদি আমরা জিততে চাই, তাহলে আপনাদের সমর্থন দরকার।”

   

শুধু মাঠের পরিস্থিতি নয়, ইরানে এএফসি ম্যাচ খেলতে না যাওয়া নিয়েও দলীয় সিদ্ধান্তে অসন্তুষ্ট অনেক সমর্থক। এই কারণে বেশ কয়েকটা ফ্যান বেসের তরফ থেকে বয়কট করা হয়েছিল শিল্ডের গ্রুপ লিগ ম্যাচগুলো। গ্যালারিতে ছিল মাত্র কয়েকশো সমর্থক। কিন্তু মোলিনা চান না ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হোক।

মোলিনা বলেন, “ফ্যানরা খুশি নয়, সেটা আমি জানি। ওরা যেতে চায়নি, আমি সম্মান করি। কিন্তু দল হিসেবে আমাদের সামনে তাকাতে হবে। আমরা চাই ট্রফি জিততে। ইস্টবেঙ্গল ফ্যানরা গ্যালারি ভরাবে, আর আমরা যদি ১০০% সমর্থন না পাই, তাহলে পরিস্থিতি কঠিন হবে।”

ডার্বির আগেও চিন্তার ভাঁজ ফিজিকাল ফিটনেস নিয়ে। সিজনে মাত্র ছয়টি ম্যাচ খেলেছে মোহনবাগানের (Mohun Bagan SG) সিনিয়র দল। ম্যাচ ফিটনেসের ঘাটতি নিয়ে স্পষ্ট ভাষায় মোলিনা বলেন, “আগের ডার্বিতে ১০ দিনের অনুশীলনে খেলতে হয়েছিল। এবার আড়াই মাসের অনুশীলন হয়েছে। তাও আমি বলব, এটা আদর্শ নয়।”

রাত পোহালেই ডার্বি, সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা শুভাশীষের

এবারের ডার্বিতে মুখোমুখি দুই কোচের কৌশলগত লড়াই। অস্কার ব্রুজো বনাম হোসে মোলিনা। অতীতে রবসন ইস্টবেঙ্গলের কোচ অস্কারের অধীনে খেলেছেন, আবার ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মিগুয়েল রবসনের একসময়ের সতীর্থ। কিন্তু এসব নিয়ে ভাবতে নারাজ মোলিনা। তিনি সেই প্রসঙ্গে বলেন, “আমি ব্যক্তি নয়, দলকে দেখি। এটা মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। আমাদের দল হিসেবে জিততে হবে।”

ইস্টবেঙ্গলের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুকি নিয়েও চিন্তিত নন মোলিনা। ৬ ফুট ৬ ইঞ্চির এই স্ট্রাইকার ইতিমধ্যেই নজর কেড়েছেন, তবে বাগানের আলবার্তো ও টম অলড্রেডকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ। মোলিনা বলেন, “আমরা ওকে চিনি না, তবে জানি ভাল ফুটবলার। আমাদের ডিফেন্ডাররা প্রস্তুত।” মনবীর সিংয়ের পরিস্থিতি নিয়েও ধোঁয়াশা। কোচ বলেন, “শুরু থেকেই ওর অবস্থা ভাল ছিল না। এখনও নিশ্চিত নই, খেলবে কি না.”

সব মিলিয়ে, মাঠে সমর্থকদের অভাব, মাঠের বাইরে বিতর্ক। আর মাঠে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের মতো লড়াকু দল, এই তিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে মোহনবাগান। গত দুই ডার্বিতে পরাজিত দল এবার জয় তুলে নিয়ে মরশুমে ঘুরে দাঁড়াতে চায়। এখন দেখার, উত্তপ্ত আবহে ডার্বির দিনে মোহনবাগান সমর্থকরা মাঠে এসে নিজের দলের পাশে দাঁড়ায় কিনা, নাকি আবারও শূন্য গ্যালারির সামনে নামতে হবে সবুজ-মেরুনদের।

Jose Molina on Mohun Bagan SG vs East Bengal in IFA Shiled Final 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular