গতবারের মতো এবারও ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড। টুর্নামেন্টের ফাইনালে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল ডায়মন্ড হারবার এফসিকে। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার পরবর্তী টুর্নামেন্ট গুলিতে ভালো পারফরম্যান্স করতে মরিয়া সকলে। বলাবাহুল্য,এই সিজনের প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন মরোক্কান গোলমেশিন আলদিন আজারাই। তাঁর দৌলতে খুব সহজেই সাফল্যের ধারা বজায় রেখেছিল পাহাড়ের এই ফুটবল দল।
Also Read | ৬০ টাকায় ইডেনে বসে দেখুন গিল-সিরাজদের ম্যাচ! কোথায় পাবেন টিকিট?
কিছুদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে এবারের কলিঙ্গ সুপার কাপ।সেই টুর্নামেন্টে ও নিজেদের সেরা প্রমান করার লক্ষ্য থাকবে হুয়ান পেদ্রো বেনালির ছেলেদের। সেইমতো নিজেদের প্রস্তুতি ও শুরু করে দিয়েছে গোটা দল। উল্লেখ্য, গত মরসুমে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার সুপার কাপ জিতে এএফসির মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পেতে চাইবে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। সেজন্য, এবারের ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক ফুটবলারদের দলে টেনেছে আইএসএলের এই ফুটবল ক্লাব।
Also Read | কেরালা ব্লাস্টার্স এখন অতীত, এবার দিল্লির দায়িত্বে টর্চজ
এসবের মাঝেই এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এক বিদেশি ডিফেন্ডারের নাম। তিনি জর্জ মেরে। পূর্বে ক্লাব ডি আমেরিকার সঙ্গে যুক্ত ছিলেন আঠাশ বেয়ে বয়সী এই স্প্যানিশ ফুটবলার। এছাড়াও স্পোর্টিং ইয়ুথ থেকে শুরু করে কোলন এফসির মতো ইউরোপের একাধিক ফুটবল দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। মনে করা হচ্ছে এই সিজনে দলের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে হয়তো তাঁর উপরেই ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট।