শ্রীলঙ্কায় ছুটি কাটানোর ছবি পোস্ট করলেন কামিন্স

মোহনবাগানের তারকা Jason Cummings এখন ছুটিতে শ্রীলঙ্কায়! সৈকতে পরিবারের সঙ্গে কাটানো ছবিগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতবার দারুন ছন্দে সিজন শেষ করলেও এবার শুরুটা ভালো ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যেটা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। সেই হতাশা ভুলে শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের এই প্রধান। যার ফল স্বরূপ এবারের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। গ্ৰুপ পর্বে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল গোকুলাম কেরালা এফসির পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে।

Advertisements

তারপর টুর্নামেন্টের ফাইনালে লাল-হলুদ বধ করে শিল্ড ফিরেছে ঘরে। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর মোহন জনতা। পরবর্তীতে সেই ধারা সুপার কাপে বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। গত মাসের শেষেই গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ তথা সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে পড়শী ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেখানে অমীমাংসিত ফলাফলে শেষ করলেও গোল পার্থক্যের ভিত্তিতে পরের রাউন্ডে চলে আয় ইস্টবেঙ্গল। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। সর্বভারতীয় এই কাপ টুর্নামেন্টের হতাশা কাটিয়ে এবার আসন্ন আইএসএলে সাফল্য পাওয়ার লক্ষ্য মেরিনার্সদের।

   
  • 📸 জেসন কামিন্সের (Jason Cummings ) ছুটির বিশেষ মুহূর্ত:
  • 🌴 গন্তব্য: শ্রীলঙ্কা
  • 🧍‍♂️ সঙ্গী: পরিবার ও বন্ধুরা
  • 🏖️ অ্যাক্টিভিটি: সৈকতে সময়, সমুদ্রস্নান, ফটোশুট
  • 🕶️ ক্যাপশন (ইনস্টাগ্রামে): “Reset. Recharge. Ready for the season ahead.”

কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি আইএসএলের সময় সূচি। স্বাভাবিকভাবেই বর্তমানে নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন দলের কোচ সহ ফুটবলাররা। গত কয়েকদিন আগেই বিদেশে ছুটি কাটানোর বেশকিছু ছবি আপলোড করেছিলেন টম অলড্রেড। এবার নেটমাধ্যমে নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ছবি আপলোড করলেন বাগানের অজি বিশ্বকাপার জেসন কামিন্স। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা ফুটবলার। যেখানে ভারতের প্রতিবেশী দেশ তথা শ্রীলঙ্কায় ফুরফুরে মেজাজে দেখা যায় তাঁকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Jason Cummings (@jasoncummings35)

Advertisements

যেখানে সমুদ্র স্নানের পাশাপাশি সৈকতে সময় কাটানোর বেশকিছু ছবিতে দেখা যায় জেসন কামিন্সকে‌। যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। সুপার কাপের হতাশা ভুলে এবার সাময়িক বিরতির পর ছন্দে ফেরাই প্রধান লক্ষ্য দলের ফুটবলারদের।

🟢 🌏 মোহনবাগানের বিদেশি তারকারা ছুটিতে: এক নজরে

সুপার কাপ শেষের পর এখন বিশ্রামের মুডে মোহনবাগান সুপার জায়ান্টের বিদেশি তারকারা। দলের কোচ থেকে ফুটবলার— সকলেই নতুন মৌসুমের আগে ছুটি কাটাচ্ছেন নিজের মতো করে।

  • টম অলড্রেড সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলেন, সেখান থেকে পরিবারের সঙ্গে পাহাড়ি ভ্রমণের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

  • দিমিত্রি পেত্রাতোস অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, একাধিক ছবি পোস্ট করেছেন নিজের সন্তানদের সঙ্গে।

  • জেসন কামিন্স এবার শ্রীলঙ্কার সৈকতে ছুটি কাটাচ্ছেন— নেটমাধ্যমে ফুরফুরে মুডে ভাইরাল তাঁর ছুটির মুহূর্তগুলি।

সব মিলিয়ে ময়দানের তারকারা এখন “চিল মুড”-এ। তবে কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে আইএসএলের প্রস্তুতি— আর তখনই দেখা যাবে নতুন মৌসুমে কেমন ফর্মে ফিরছেন কামিন্সরা। ⚽🔥