Monday, December 8, 2025
HomeSports NewsFootballগলফ কোর্সে স্বমহিমায় জেসন কামিন্স

গলফ কোর্সে স্বমহিমায় জেসন কামিন্স

- Advertisement -

চলতি সিজনের শুরুটা ভালো ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যেটা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। সেই হতাশা ভুলে শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের এই প্রধান। যার ফল স্বরূপ এবারের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। গ্ৰুপ পর্বে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল গোকুলাম কেরালা এফসির পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। তারপর ছিল নির্ণায়ক ম্যাচ।

যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে। সেখানেই বদলা নেয় মোহনবাগান। ফাইনালে লাল-হলুদ বধ করে ঐতিহাসিক আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল আপামর মোহন জনতা। পরবর্তীতে সেই ধারা সুপার কাপে বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। গত মাসের শেষেই গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ তথা সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে ফের পড়শী ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেখানে অমীমাংসিত ফলাফলে শেষ করলেও গোল পার্থক্যের ভিত্তিতে পরের রাউন্ডে চলে আয় ইস্টবেঙ্গল।

   

আসলে এটি মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ থাকায় যেকোনো ভাবেই তিন পয়েন্ট পেতে হত হোসে মোলিনার ছেলেদের। কিন্তু সেটা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই ড্র করায় ছিটকে যায় মোহনবাগান। তবে সর্বভারতীয় এই কাপ টুর্নামেন্টের হতাশা কাটিয়ে এবার আসন্ন আইএসএলে সাফল্য পাওয়ার লক্ষ্য মেরিনার্সদের। কিন্তু কবে হতে পারে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগ। সেটা এখনও স্পষ্ট হয়নি। স্বাভাবিকভাবেই কিছুদিনের জন্য সিনিয়র দলের অনুশীলন বন্ধ রেখেছে ম্যানেজমেন্ট। আইএসএল কিংবা অন্য কোনও টুর্নামেন্টের দিনক্ষণ স্থির হলেই ফের অনুশীলনে নামবে লিস্টন কোলাসো থেকে শুরু করে জেসন কামিন্সরা (Jason Cummings)।

স্বাভাবিকভাবেই এখন ছুটি দেওয়া হয়েছে দলের ফুটবলারদের। তাই নিজেদের মত করেই এখন সময় কাটাচ্ছেন বিদেশি ফুটবলাররা। যার মধ্যে ব্যাপকভাবে নজর কাড়ছেন অস্ট্রেলিয়ান তারকা জেসন কামিন্স‌ (Jason Cummings)। কিছুদিন আগেই নেটমাধ্যমে নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ছবি আপলোড করেছিলেন বাগানের এই অজি বিশ্বকাপার। যেখানে ভারতের প্রতিবেশী দেশ তথা শ্রীলঙ্কায় ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। এবার স্বমহিমায় গলফ কোর্সে দেখা গেল কামিন্সকে ( (Jason Cummings))। উল্লেখ্য, ফুটবলের পাশাপাশি গলফ খেলতে যথেষ্ট ভালোবাসেন এই স্ট্রাইকার। স্বাভাবিকভাবেই এবার গলফ মাঠে স্টিক হাতে ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular