গতবারের ঐতিহ্যবাহী ডুরান্ডে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি জামশেদপুর এফসির (Jamshedpur FC) পক্ষে। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। তাঁরা টেক্কা দিয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। যেটা ব্যাপকভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। সেই জয়ের পরেই রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছিল একবারের লিগ শিল্ড জয়ীরা। তবে আইএসএলের ম্যাচ এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে আটকে যেতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।
স্বাভাবিকভাবেই বদল আসতে দেখা গিয়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল বেশ কিছুটা নিচে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে ফের ছন্দ ফিরে পেয়েছিল খালিদ জামিলের ছেলেরা। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। পরবর্তীতে ঘরের মাঠে মানোলো মার্কুয়েজের দলকে পরাজিত করার ফলে মনোবল অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। যারফলে দল স্থান করে নিয়েছিল সুপার সিক্সে। কিন্তু
এক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। আপুইয়ার গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। শেষ পর্যন্ত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল আইএসএলের এই দল।
পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপকে কেন্দ্র করে সাফল্য পাওয়ার আশা দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু সেখানেও হোঁচট খেতে হয়েছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। গতবার অল্পের জন্য টুর্নামেন্ট হাতছাড়া হলেও এবার নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে চূড়ান্ত সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ জামশেদপুর এফসির (Jamshedpur FC)। সেক্ষেত্রে এবার খালিদ জামিলের সহকারী স্টিফেন ডায়াসের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। আগামী ২৬শে অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে খেলতে নামবে ইস্পাত নগরীর এই দল। তার আগে আজ নিজেদের স্কোয়াড ঘোষণা করল এই ফুটবল ক্লাব। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যালবিনো গোমস, অমৃত গোপী, এবং আয়ুষ জেনা।
The wait is over! 🚨 Our Men Of Steel squad for the AIFF Super Cup 2025-26 is here! 🔴⚪️ Who’s ready to witness the steel strike? 🔥
[Jam Ke Khelo, Indian Football, Men Of Steel, Jamshedpur, Jharkhand, AIFF Super Cup, Goa] pic.twitter.com/g153Nsz2Q6
— Jamshedpur FC (@JamshedpurFC) October 25, 2025
রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে থাকছেন প্রতীক চৌধুরী, লাজার সিরকোভিচ, স্টিফেন এজে, নিখিল বারলা, মার্ক জোথানপুইয়া, প্রফুল কুমার, কার্তিক চৌধুরী, সার্থক গোলুই। মিডফিল্ডারদের মধ্যে থাকছেন প্রণয় হালদার, জার্মানপ্রীত সিং, নিকোলা স্টোজানোভিচ, সামির মুর্মু, রেই তাচিকাওয়া, ভিন্সি ব্যারেটো, ঋত্বিক দাস, রোজেনবার্গ গ্যাব্রিয়েল, মোবাশির রহমান, সৌরভ দাস শ্রীকুত্তান ভিএস, মাদিহ তালাল, লালহরিয়াতপুইয়া চাওংথু। ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য থাকছেন মেসি বাউলি, মানভীর সিং, এবং মহম্মদ সানান। উল্লেখ্য, গত সিজনে লাল-হলুদের হয়ে খেলেছিলেন মেসি বাউলি থেকে শুরু করে মার্ক জোথানপুইয়া ও মাদিহ তালাল। এবার নতুন দলের হয়ে নিজেদের প্রমাণ করার লক্ষ্য থাকবে এই তিন তারকার।


