শ্রীনিধি ডেকানের এই উইঙ্গারকে ছিনিয়ে নিল জামশেদপুর

Rosenberg Gabriel Signing Jamshedpur FC Transfers

আগের সিজনে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেবার ডুরান্ড কাপে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। তাঁরা টেক্কা দিয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। যেটা ব্যাপকভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। সেই জয়ের পরেই রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছিল ইস্পাত নগরীর এই ক্লাব। কিন্তু প্রথম লেগ এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে আটকে যেতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।

Advertisements

যারফলে একটা সময় ব্যাপক প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল বেশ কিছুটা নিচে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে ফের ছন্দ ফিরে পেয়েছিল একবারের শিল্ড জয়ীরা। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। পরবর্তীতে ঘরের মাঠে মানোলো মার্কুয়েজের দলকে পরাজিত করার ফলে মনোবল অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। যারফলে দল স্থান করে নিয়েছিল আইএসএলের সুপার সিক্সে। কিন্তু শেষ পর্যন্ত বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।

   

কিন্তু তবুও পরবর্তীতে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ নিয়ে আশা ছিল সকলের। কিন্তু সেখানেও হোঁচট খেতে হয়েছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। জয়ের পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল সন্দেশ ঝিঙ্গানদের ক্লাবের কাছে। এই হতাশা ভুলে এবার সাফল্য পেতে মরিয়া আইএসএলের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে এবার খালিদ জামিলের সহকারী কোচ স্টিভেন ডায়াসের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। এই কোচের পরিকল্পনার কথা মাথায় রেখেই বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের চূড়ান্ত করার কাজ শুরু করেছিল একবারের শিল্ড জয়ীরা।

Advertisements

সেক্ষেত্রে এবার তাঁরা দলে টানল উইঙ্গার রোজেনবার্গ গ্যাব্রিয়েলকে। একটা সময় ইন্ডিয়ান অ্যারোজের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে যোগদান করেছিলেন হায়দরাবাদ এফসিতে। সেখান থেকেই গত দুই মরসুম ধরে খেলছিলেন শ্রীনিধি ডেকান ফুটবল দলে। বলতে গেলে একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন ছাব্বিশ বছর বয়সী এই মারাঠি ফুটবলার। এবার আইএসএলে প্রত্যাবর্তন।